Aadhaar-Mobile Number Link: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে একটি। বলা যায় যে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি এটি। কেননা, ব্যাঙ্ক একাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি থেকে শুরু করে যেকোনো ধরণের লেনদেন সবেতেই আধার কার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর তাইতো আধার কার্ড সংশোধনের সময়সীমা ১৪ মার্চ থেকে বাড়িয়ে ১৪ জুন করা হয়েছে। কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে তা অনলাইনে করা যাবেনা।
Aadhaar-Mobile Number Link
কিন্তু কেন করা যাবে না সেই নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, মোবাইল নম্বর একটি ওটিপি আসবে। আর সেটা দিয়েই লগইন করতে হবে। এক্ষেত্রে যদি কারোর মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে আধার কার্ড আপডেট করতে হবে। কিন্তু কিভাবে আধার কার্ড আপডেট করবেন জানেন কি? চলুন সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক (Aadhaar-Mobile Number Link)।
আধার কার্ড আপডেটের পদ্ধতি (Procedure Of Aadhaar Card Update)
এক্ষেত্রে প্রথমেই নতুন নম্বর আপডেট করার জন্য কাছের কোনো আধার সেবা কেন্দ্র অথবা এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আর সেখানে গিয়েই নতুন নম্বর আপডেট করতে হবে।
আধার কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন? (How to link mobile number with aadhaar card?)
- প্রথমেই আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
- এরপর আধার কার্ড কারেকশন ফর্মফিলআপ করতে হবে।
- তারপর ফর্ম জমা দেওয়ার পর একজন এক্সিকিউটিভকে বায়োমেট্রিক দিতে হবে।
- এরপর অনলাইনে আধার নম্বর আপডেট করার জন্য ৫০ টাকা দিতে হবে। তারপরই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে।
- তারপর একটি URN নম্বর দেওয়া হবে। যেটির মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর ৯০ দিনের মধ্যে UIDAI ডেটাবেসে আপনার মোবাইল নম্বর যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুন: গ্রাহকদের 10 হাজার টাকা করে দেবে Flipkart! আপনি পাবেন কি? জানুন
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকার সুবিধা কি? (What are the benefits of linking mobile number with Aadhaar?)
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকার সুবিধা: প্রথমত জানিয়ে রাখি যে, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। নয়তো আপনি কোনো পরিষেবাই সঠিকভাবে নিতে পারবেন না। কেননা সরকারি কাজ থেকে যাকিছু সবেতেই এখন আধার কার্ড প্রয়াজন (Aadhaar-Mobile Number Link)।