7th Pass Bank Job: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর। বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলে হোক বা মেয়ে সকলেই চায় জীবনে প্রতিষ্ঠিত হতে। আর তারজন্য চাকরির খুবই প্রয়োজন। সম্প্রতি তেমনই একটি চাকরির খোঁজ মিলেছে। কিন্তু তা কি চলুন সেটাই এবার এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক।
পদের নাম কি? (What is the name of the post?)
চাকরিপ্রাথীরা মূলত দুটি পদের জন্য আবেদন করতে পারেন। আর তা হল অফিস অ্যাসিসটেন্ট (Office
Assistant), ওয়াচম্যান অথবা গার্ডেনার (Watchman Or Gardener)।
প্রাথীদের বয়সসীমা (Eligibility Criteria of Candidates)
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা: অফিস অ্যাসিসটেন্ট (Office Assistant), ওয়াচম্যান অথবা গার্ডেনারের (Watchman Or Gardener) ক্ষেত্রে বয়সসীমা (29.02.2024 অনুযায়ী) ২২-৪০ বছরের মধ্যে হতে হবে।
অফিস অ্যাসিসটেন্ট এর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification of Office Assistant)
- এই পদে চাকরি করতে গেলে স্নাতক হতে হবে।
- এমনকি BSW/BA/B.Com সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
- স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে।
- হিন্দি/ইংরেজিতে সাবলীল থাকলে একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে সেটি বিবেচনা হবে।
- এমএস অফিসে দক্ষ হতে হবে। (ওয়ার্ড এবং এক্সেল)।
- স্থানীয় ভাষায় টাইপ করার ক্ষেত্রে ট্যালি এবং ইন্টারনেট দক্ষতা অপরিহার্য, ইংরেজিতে টাইপিং দক্ষতা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
প্রহরী/মালীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (Educational qualification in case of watchman/gardener)
শিক্ষাগত যোগ্যতা: প্রহরী ও মালীর ক্ষেত্রে সপ্তম শ্রেণী পাস হতে হবে। এমনকি কৃষি/বাগান/উদ্যান পালনে অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বেতন কত হবে? (How much will the candidates pay?)
বেতন: প্রাথীরা ১৪,০০০ টাকা করে মাইনে পাবেন।
কিভাবে আবেদন করবেন? (How to apply?)
আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীরা যথাযথভাবে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যাবতীয় নথি দিয়ে আবেদন করতে হবে।
সাধারণ কিছু তথ্য (Some general information)
- এই পদে আবেদন করার সময় আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে তিনি প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য নিয়মগুলি পূরণ করেছেন।
- আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে, তিনি কোনো ভুল তথ্য দিচ্ছেন না।
- অ্যাপয়েন্টমেন্টের পরেও যদি প্রাথীর কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে তার চুক্তিভিত্তিক নিয়োগ কোন নোটিশ ছাড়াই বাতিল করা হবে।
- আবেদনকারীকে স্বাক্ষরিত একটি মেডিকেল ফিটনেস রিপোর্ট জমা দিতে হবে
আবেদনের শেষ তারিখ কবে? (Last Date Of Application)
আবেদনের শেষ তারিখ: যারা এই পদে চাকরি করতে চান তাদেরকে ২৩.৩.২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
কোথায় আবেদন পত্র পাঠাবেন? (Where to send the application?)
আবেদন পত্রটিকে আপনাকে যে ঠিকানার উদ্যেশে পাঠাতে হবে তা হল-
The
Authorized Person
Baroda Swarojgar Vikas Sansthan
Baroda –RSETI
Shivam Park Society,
Nr.Bank of Baroda Bamroli road Branch
Godhra-389001, Mob: 9099075899
Dist-Panchmahal
Official Notification | Click Here |