Ration Card: একদিকে মিলবে অতিরিক্ত রেশন আর অন্যদিকে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা! কিন্তু কারা পাবেন জানেন কি? সামনেই আসছে লোকসভা ভোট। আর তারমধ্যেই চলছে রমজান মাস। আর সেই উপলক্ষে খাদ্য সামগ্রী ঘোষণা করেছে রাজ্য খাদ্য দফতর। ইফতারের কারণে ফ্রি রেশনের পাশাপাশি দেওয়া হচ্ছে চিনি, ময়দা, ছোলা। মূলত রমজান বিশেষ প্যাকেজ নামে এই খাদ্য দেওয়া হচ্ছে।
Ration Card Benefits
পাশাপাশি নাকি মিলবে ৩ হাজার করে টাকা। তবে, কারা এই টাকা পাবেন জানেন কি? খাদ্যদপ্তর জানিয়েছেন যে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) ক্যাটেগরির কার্ড যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন। অন্যান্য ক্যাটাগরির পরিবার গুলি বিনামূল্য রেশনের সুবিধা পাবেন।
আরও পড়ুন: গরমে কারেন্টের বিল অর্ধেক হয়ে যাবে, মেনে চলুন এই টিপস
মূলত, দেশ জুড়ে প্রায় ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে রেশন পাবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষ রয়েছেন। বাংলার তিন কোটি মানুষ SPHH ও AAY কার্ড হোল্ডার। আর এই SPHH ও AAY কার্ড হোল্ডাররা রেশনের পাশাপাশি রমজান প্যাকেজের আওতায় ১ কেজি ছোলা মাত্র ৪৯ টাকায়, ৩২ টাকায় পাবেন ১ কেজি চিনি, ৩০ টাকায় পাবেন ১ কেজি ময়দাও পাবেন।
জানা গিয়েছে যে, ২৪শে মার্চ হতে ২১শে এপ্রিল পর্যন্ত এই সুবিধা মিলবে। আর এই খবরটি পেতেই রীতিমতো খুশিতে আত্মহারা আমজনতা। তবে, মাথায় রাখবেন যারা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের আওতায় ইতিমধ্যেই ১৩.৫০ টাকা করে চিনি পাচ্ছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না। তবে, এখানেই শেষ নয়। ইতিমধ্যেই চলতি মাস থেকে লক্ষীর ভান্ডারের টাকাও বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭০০০/-
প্রসঙ্গত, জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত। কিন্তু চলতি মাস থেকে সেই টাকা বেড়েছে। যারফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা। চলতি মাসের টাকা ইতিমধ্যেই সকল মহিলাদের একাউন্টে ঢুকেও গেছে।