MSC Recruitment 2024: ফের মিললো বড়সড় সুখবর! পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে হবে নিয়োগ। ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে চাকরি। কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
MSC Recruitment 2024
পদের নাম: বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার
শুন্যপদের সংখ্যা: ৫৬জন
বয়স: এই পদের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১.১.২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, বিভিন্ন বিভাগের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ভিন্ন। SC/ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে আরও ৫ বছরের ছাড় পাবেন। আর ওবিসি প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন। আর প্রতিবন্ধী ব্যক্তিরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেসব প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E/B.Tech/M.Sc ডিগ্রি অর্জন করতে হবে।
বেতন: এই পদের জন্য ২৮,০০০ টাকা বেতন ধার্য্য করা হয়েছে।
আরও পড়ুন: হাইকোর্ট ক্লার্ক/অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, মাইনে শুরু ২৫,৫০০/-
ফর্ম ফিলাপ করতে কত টাকা লাগবে? (How much money will be required to fill the form?)
এই পদে আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা লাগবে ও সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা লাগবে।
কিভাবে নির্বাচন করা হবে? (How to choose Candidate?)
প্রাথীদের যাবতীয় নথি, শারীরিক টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
কিভাবে আবেদন করবেন? (How to Apply for MSC Recruitment 2024?)
- এখানে আবেদন করতে হলে প্রাথীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এরপর সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- তারপরে যা যা ডকুমেন্টস দিতে হবে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে।
- এরপর সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এরমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন: এপ্রিলে অতিরিক্ত রেশন সঙ্গে মিলবে ৩ হাজার টাকা! কারা পাবেন? জানুন
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 11.03.2024 |
আবেদন শেষ | Application Going On |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click Here To Download PDF |
Official Website | Click Here |
Apply Now | Click Here |