8th Pass Group D Recruitment 2024: এইট পাশে রাজ্যের পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭,০০০ টাকা

Soumen Malakar

8th Pass Group D Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কিন্তু কবে থেকে পরীক্ষা শুরু হবে? কিভাবে আবেদন করবেন? এমনকি আবেদন করতেই বা কি লাগবে চলুন একনজরে জেনে নেওয়া যাক।

AAPC Group D Recruitment 2024 (8th Pass Group D Recruitment 2024)

পদের নাম: গ্রুপ-D পদে কর্মী নিয়োগ হবে।

শুন্যপদের সংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বয়সসীমা: ১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এই পদের জন্য প্রাথীদের ১৭ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: লোনের কিস্তিতে স্বস্তি! EMI নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল RBI

কিভাবে আবেদন করবেন? (How To Apply For AAPC Group D Recruitment 2024)

  1. এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর আবেদন ফর্মটি ওপেন করে সঠিক পদ্ধতিতে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  3. তারপর সবশেষে ডকুমেন্ট আপলোড করে আবেদন পত্র জমা দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি? (Documents required to apply?)

  1. এই পদে চাকরি করতে হবে আবেদনকারীর সদ্য তোলা একটি ছবি, আবেদনকারীর সিগনেচার এবং অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট লাগবে।
  2. এরপর ডকুমেন্ট গুলোকে Jpg অথবা Jpeg ফর্মেটে আপলোড করতে হবে। এবং ছবির ক্ষেত্রে ৫০ কেবি। সিগনেচারের ক্ষেত্রে ২০ কেবি এবং অষ্টম পাশ সার্টিফিকেটের ক্ষেত্রে ২০০ কেবির মধ্যে ডকোমেন্স সাইজ রাখতে হবে।

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু22/03/2024
আবেদন শেষ21/04/2024

আরও পড়ুন: মাত্র ৩০১ টাকায় মিলবে রান্নার গ্যাস! জানুন কারা পাবেন?

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official NotificationClick Here Download PDF
Official WebsiteClick Here
Apply NowClick Here