Aadhaar Document Update: আধারে জমা দিতে হবে এই দুটি কাগজ, না জানলে সব শেষ!

Soumen Malakar

Aadhaar Document Update: আধারে দিতে হবে এই দুই কাগজ, না জানলে সব শেষ! বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে একটি। বলা যায় যে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি এটি। কেননা, ব্যাঙ্ক একাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি থেকে শুরু করে যেকোনো ধরণের লেনদেন সবেতেই আধার কার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে, জানেন কি এমন দুটি কাগজ আছে যা কিনা না দিলে সমস্যায় পড়তে পারেন। চলুন সেগুলি কি জেনে নেওয়া যাক।

আধার আপডেট করার শেষ তারিখ কবে? (When is the last date to update Aadhaar?)

আধার আপডেটের শেষ তারিখ ১৪ জুন ২০২৪। ১৪ জুনের পর আপনাকে টাকা দিয়ে আধার কার্ডের জন্য আপনার পরিচয় এবং ঠিকানার নথির প্রমাণ আপডেট করতে হবে। UIDAI এই আধার কার্ড নথি আপডেট সুবিধাটি ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত বিনামূল্যে অনলাইনে তৈরি করেছে।

সঠিক তারিখের মধ্যে আধার কার্ড আপডেট না করা হলে কি হবে জানেন? (Do you know what will happen if aadhaar card is not updated within the correct date?)

UIDAI আধার কার্ড হোল্ডারকারীকে তাদের পরিচয় এবং আধার কার্ডের জন্য জমা দেওয়া ঠিকানা প্রমাণ নথি আপডেট করতে বলেছে। যখন কোনও ব্যক্তি ১৪ জুন ২০২৪ এর মধ্যে আধার কার্ডের নথিগুলি আপডেট করবেন না তখন তাদের ‛আমার আধার পোর্টালে’ ২৫ টাকা বা আধার কেন্দ্রগুলিতে ৫০ টাকা দিয়ে তাদের পরিচয় এবং ঠিকানা প্রমাণের নথিগুলি আপডেট করতে হবে।

আরও পড়ুন: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে লক্ষ্মীর ভান্ডার পাবেনা না

কিভাবে ফ্রিতে আধার কার্ড আপডেট করবেন? (How to update aadhaar card for free?)

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে মাইআধার পোর্টালে যেতে হবে।
  2. এরপর ‛লগইন’ বোতামে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বর, ক্যাপচা কোড লিখুন এবং ‛ওটিপি’ পাঠান। এরপর বোতামে ক্লিক করুন। তারপর OTP আসলে সেটি লিখুন এবং ‛লগইন’ বোতামে ক্লিক করুন
  3. এরপর ডকুমেন্ট আপডেট বোতামে ক্লিক করুন।
  4. তারপর পুরো নির্দেশিকাটি পড়ার পর ‛পরবর্তী’ বোতামে ক্লিক করুন।
  5. এরপর ‛Verify Your Demographic Details’ পৃষ্ঠায়, ‛I verify that উপরের বিবরণ সঠিক’ বক্সে ক্লিক করুন এবং তারপর ‛Next’ এ ক্লিক করুন।
  6. তারপর ‛প্রুফ অফ আইডেন্টিটি’ এবং ‛প্রুফ অফ অ্যাড্রেস’ ডকুমেন্ট আপলোড করে ‛জমা দিন’ এ ক্লিক করুন।
  7. এরপর আপনি আপনার ইমেলে একটি ‛পরিষেবা অনুরোধ নম্বর (SRN)’ পাবেন।আর সেই SRN থেকেই আপনি আপনার ডকুমেন্ট আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

আধার কার্ড আপডেটের জন্য কি কি নথি প্রয়োজন? (What are the documents required for Aadhaar card update?)

পরিচয় নথির প্রমাণ হিসেবে যে একটি যে ডকুমেন্ট প্রয়োজন সেটি হল-

  1. পাসপোর্ট
  2. ড্রাইভিং লাইসেন্স
  3. প্যান কার্ড
  4. ভোটার আইডি
  5. আইডি কার্ড যেমন- আবাসিক শংসাপত্র শ্রম কার্ড, জন-আধার নাম্বার শিট
  6. বিবাহের কাগজপত্র
  7. রেশন কার্ড

আরও পড়ুন: আধারে মোবাইল নম্বর লিঙ্ক কিভাবে করবেন? সহজ উপায় জানাল UIDAI

ঠিকানার প্রমাণ নথি হিসেবে নিচের যে একটি ডকুমেন্ট প্রয়োজন তা হল

  1. ব্যাঙ্ক স্টেটমেন্ট ৩ মাসের বেশি পুরানো হলে চলবে না।
  2. ইলেক্ট্রিসিটি বা গ্যাস সংযোগের বিল ৩ মাসের বেশি পুরোনো হলে চলবে না। ৩.পাসপোর্ট
  3. বিবাহের কাগজপত্র
  4. রেশন কার্ড
  5. সম্পত্তি করের রসিদ এক বছরের বেশি পুরানো হলে চলবে না।
  6. সরকার প্রদত্ত আইডি কার্ড যেমন- আবাসিক শংসাপত্র শ্রম কার্ড, জন-আধার নাম্বার শিট

প্রসঙ্গত, এইভাবেই আপনি আসল নথিগুলির স্ক্যান করা কপিগুলি আপলোড করে myAadhaar পোর্টালে ১৪ জুন ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আপনার পরিচয় এবং ঠিকানা প্রমাণ নথি আপডেট করতে পারবেন। এর জন্য (POI) Proof Of Identification লিস্টে থাকা যে কোন একটি ডকুমেন্ট প্রয়োজন পরবে আর (POA) Proof of Address লিস্টে থাকা যে কোন একটি ডকুমেন্ট প্রয়োজন পরবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official WebsiteClick Here