Anganwadi Recruitment 2024: রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি হবে

Soumen Malakar

Anganwadi Recruitment 2024: বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে পড়াশোনা শেষ হওয়ার পরও মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়ায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বেকারদের জন্য এল বড়সড় সুখবর। আর তা হল অঙ্গনওয়াড়ি প্রকল্পে হতে চলেছে নিয়োগ। তবে, কিভাবে আবেদন করবেন জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়েই জেনে নেওয়া যাক।

পদের নাম কি? (What is the name of the post?)

অঙ্গনওয়ারী কর্মী।

কারা আবেদন করতে পারবেন? (Who can apply For Anganwadi Recruitment 2024?)

যেসব কর্মীরা সহায়িকা পদে নূন্যতম ৫ বছর কাজ করেছেন সেসব কর্মীরাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও শুন্যপদের সংখ্যা কয়টি? (Total Vacancy and Educational Qualification Of Anganwadi Recruitment 2024)

শুন্যপদের সংখ্যা: ১৮টি

শিক্ষাগত যোগ্যতা: প্রাথীকে যেকোন স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশটুকু করতেই হবে।

বয়স ও বাসস্থান সংক্রান্ত শর্ত (Accommodation conditions and Age Limit Of Anganwadi Recruitment 2024)

বয়স: ২৮.০২.২০২৪ সাল অনুযায়ী প্রাথীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাহলে তারাই আবেদন করতে পারবেন।

বাসস্থান সংক্রান্ত শর্ত: যেসব কর্মীরা এই পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্তগত কাঁকসা গ্রাম পঞ্চায়েত, বিদ বিহার গ্রাম পঞ্চায়েত, বলকাটি গ্রাম গ্রাম পঞ্চায়েত, ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের শর্তাবলী ও কিভাবে আবেদন করবেন? (Conditions of Anganwadi Recruitment and How to apply Anganwadi Recruitment 2024?)

আবেদনের শর্তাবলী: কাঁকসা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প, পো: পানাগড় বাজার জেলা পশ্চিম বর্ধমান এর কার্যালয়ে ২৮/০২/২০২৪ তারিখ থেকে ২০/০৩/২০২৪ তারিখ পর্যন্ত (সরকারী ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত) বেলা ১১টা থেকে বিকাল ৩ টা অবধি সীল করা খাম জমা দেওয়া যাবে। তবে, আবেদন পত্রটি অবশ্যই ছাপানো অথবা নিজের হাতে লিখিত হতে হবে। এরপর আবেদন পত্রের সঙ্গে অবশ্যই নিজ নাম, ঠিকানা লিখিত একটি খাম জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি: এটি একটি অফলাইন ফর্ম। তাই আপনি আবেদনপত্রটি পেলেই সম্পূর্ণরূপে বুঝে যাবেন কিভাবে সেটি পূরণ করবেন। (নিচে ফর্মটির একটি কপি দিয়ে দেওয়া হল)

খামের উপর কিভাবে কি লিখবেন? (How to write on the envelope?)

প্রথমেই সিল করা একটি খামের উপরে লিখতে হবে ‛কর্মীপদে পদোন্নতির আবেদনপত্র। এরপর তার নীচে বিজ্ঞপ্তির স্বারকসংখ্যা ও তারিখ। এছাড়াও

  1. আবেদনকারিনীর নাম
  2. যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নম্বর
  3. আবেদনকারিনীর গ্রাম পঞ্চায়েতের নাম
  4. আবেদন পত্রের সাথে প্রমান পত্র/ শংসাপত্রের জেরক্স কপি
  5. আবেদনকারীর সাম্প্রতিককালের ৩টি কালার পাসপোর্ট ছবি। একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। অপর ২টি ছবি খামের মধ্যে থাকবে।
  6. বয়সের প্রমানপত্র হিসেবে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার প্রবেশ পত্র অথবা জন্মশংসাপত্রের প্রতিলিপি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু২৮/০২/২০২৪
আবেদন শেষ২০/০৩/২০২৪

প্রয়োজনীয় লিংক:

Official WebsiteClick Here
Official NotificationClick Here to Download PDF