BECIL Recruitment 2024: প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে।
তবে, সম্প্রতি বেকারদের জন্য রয়েছে বড়সড় সুখবর। খাদ্য দপ্তরে DEO পদে নিয়োগ হতে চলেছে। তবে, কারা আবেদন করতে পারবেন? আবেদনের শেষ তারিখ কবে জানেন কি? সবটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
পদের নাম কি? (What is the name of the position?)
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।
খাদ্য দপ্তরে চাকরির জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? (What qualifications are required for BECIL Recruitment 2024?)
চাকরির যোগ্যতা: এই চাকরির ক্ষেত্রে প্রাথীকে যেকোন বিষয়ে স্নাতক পাশ করতে হবে। এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কম্পিউটার দক্ষতা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। নূন্যতম টাইপিং গতি ৩৫ wpm থাকতে হবে।
খাদ্য দপ্তরে DEO পদে কিভাবে আবেদন করবেন? (How to apply for the post of DEO in Food Department?)
আবেদন পদ্ধতি: প্রথমেই আপনাকে www.becil.com ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‛ক্যারিয়ার সেকশন’-এ গিয়ে ‛রেজিস্ট্রেশন ফর্ম (অনলাইন)’ এ ক্লিক করতে হবে। তবে, হ্যাঁ আবেদন করার আগে এমনকি অনলাইন ফি পেমেন্ট করার আগে দয়া করে নিয়ম ও শর্তাবলী পড়ে নেবেন।
আরও পড়ুন: সেভেন পাশে ব্যাঙ্কে চাকরি, মাসিক বেতন 14,000 টাকা!
কিভাবে নিয়োগ করা হবে? (How to recruit for the post of DEO in Food Department?)
নিয়োগ পদ্ধতি: প্রার্থীরা তাদের দেওয়া পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরি পাবেন। ইমেল/টেলিফোনের মাধ্যমে জানানো হবে। তবে, আবেদনে কোনো প্রকার টাইপোগ্রাফিক ত্রুটির (যেমন ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি) জন্য BECIL দায়ী থাকবে না
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 14-Mar-2024 |
আবেদন শেষ | 25-Mar-2024 |
প্রয়োজনীয় লিংক
Official Website | Click Here |
Official Notification | Click Here to Download PDF |