Cooking Gas Saving Tips: এই ৫ টিপস শিখে নিলেই কেল্লাফতে, অর্ধেক হয়ে যাবে রান্নার গ্যাস খরচ!

Soumen Malakar

Cooking Gas Saving Tips: বর্তমান সময়ে দাঁড়িয়ে রান্নার গ্যাসের প্রয়োজনীতার কথা আশাকরি নতুন করে বলার কিছু নেই। আগে তাও যে দু-চারটে বাড়িতে উনুনের দেখা মিলতো এখন তাও দেখা যায় না। তবে, রান্নার গ্যাসের যা দাম তা কিনতে মধ্যবিত্ত লোকেদের পকেটে একেবারে আগুন লেগে যায়। কিন্তু আজ কিছু টিপসের কথা বলবো। যা মেনে চললে রান্নার গ্যাস (LPG Gas) অনেকটাই সাশ্রয় হবে।

কিন্তু সেটি কিভাবে? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Cooking Gas Saving Tips

রান্নার গ্যাস কিভাবে সাশ্রয় করবেন? (How to save cooking gas?)

  1. রান্না করার সময় অতিরিক্ত জল ব্যবহার করবেন না। এতে খাবার হতেও বেশি সময় নেয়। আর গ্যাসও পোড়ে। আর তাইতো চেষ্টা করুন পরিমান মতো জল দিয়ে রান্না করতে।
  2. বেশিরভাগ মানুষই কড়াই অথবা ফ্রয়িং প্যানে রান্না করেন। তবে, চেষ্টা করবেন রান্না করার সময় ঢেকে রান্না করতে। এতে রান্নাও যেমন তাড়াতাড়ি হয় তেমনই আবার গ্যাস সাশ্রয় হয়। চাইলে আপনি প্রেসার কুকারেও রান্না করতে পারেন। এতেও অনেকটা গ্যাস সাশ্রয় হয়।
  3. প্রতিদিন রান্নার পর গ্যাসের বার্নার পরিষ্কার করুন। নাহলে অনেক সময় দেখা যায় যে, বার্নারে তেল-মসলা জমে আছে। আর তারফলে গ্যাস বেরোতে বেশি সময় নেয়। যথারীতি রান্না হতেও অনেকসময় নেয়। আর এভাবে গ্যাস বেশি বেরিয়ে যায়।
  4. ভেজা বাসন গ্যাসে বসবেন না। চেষ্টা করবেন বাসন ধোওয়ার পর মুছে রাখতে। নাহলে বাসন গরম হতে বেশি সময় লাগবে। আর তারফলে গ্যাসও বেশি খরচ হবে।
  5. পাইপ অথবা বার্নারে কোনো লিক আছে নাকি সেদিকে নজর দিন। নাহলে পাইপ থেকে গ্যাস বেরিয়ে গেল বেশি গ্যাস খরচ হবে।

আরও পড়ুন: লোন পরিশোধের পর চেয়ে নেবেন এই কাগজ, নইলে ভুগতে হতে পারে!

তাহলে জেনে গেলেন নিশ্চই কি কি উপায়ে আপনি রান্নার গ্যাস বাঁচাতে পারবেন। এভাবে চললে দিনশেষে দেখা যাবে আপনি অনেকটাই লাভবান হয়েছেন। যারফলে আপনার রান্নার গ্যাসের খরচ অনেকটাই সাশ্রয় হবে। এমন আরও দরকারী খবর পেতে আজই আমাদের সাইটটিকে ফলো করে রাখুন।