Free LPG Gas Cylinder: বড় সিদ্ধান্ত নিল সরকার! হোলিতে মিলবে বিনামূল্যে রান্নার গ্যাস, কারা পাবেন?

Soumen Malakar

Free LPG Gas Cylinder: রঙের উৎসবের আগে মিললো বড়সড় সুখবর! বিনামূল্যে গ্যাস পাবেন গ্রাহকরা। প্রতিদিন সকাল হলেই প্রতিটি বাড়ির রান্নাঘরে যেন দক্ষযজ্ঞ বেধে যায়। কারোর অফিসের খাবার, কারোর স্কুলের টিফিন, কারোর আবার ডায়েটের মেনু তৈরির জন্য হাজার রকমের রকমারি পদ তৈরি করতে হয়। আর এইসব রান্না করতে গেলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হল গ্যাস। সেটা না থাকলে মাথায় যেন বাচ পড়ার মতো অবস্থা। কারোর রান্নাঘরে একটি সিলিন্ডার আবার কারোর রান্নাঘরে (Kitchen) আমরা ডাবল সিলিন্ডার দেখে থাকি।

আগেকার দিনে বেশিরভাগ মানুষই উনুনে অথবা স্টোভে রান্না করতো। কিন্তু এখন গরীব থেকে মধ্যবিত্ত হোক বা বড়লোক সব বাড়িতেই LPG গ্যাসের ব্যবহার বেড়েছে। ২০১৬ সালের ১ মে থেকে ২০২৩ সাল অবধি অর্থাৎ এই ৯ বছরে ১৭ কোটিরও বেশি গ্রাহক LPG কানেকশন নিয়েছে। তবে, দিন দিন যেহারে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মাঝে মধ্যে বেশ চিন্তায় পড়ে সাধারণ মানুষ। তবে, সামনেই লোকসভা ভোট। আর তার আগেই বিনামূল্যে গ্যাস প্রদান করে দেশবাসীকে বড় সুবিধা দিচ্ছেন মোদিজি।

তবে, কতজন এই সুবিধা পাবেন জানেন কি? আর কিভাবেই বা বিনামূল্যে এই গ্যাস পাবেন গ্রাহকরা চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশ সরকার বিনামূল্যে এই গ্যাস দেওয়ার কথা জানিয়েছেন। মূলত উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। বলা যায় যে, এই প্রকল্পের মাধ্যমে ১.৭ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে।

তবে, গ্রাহকরা কিন্তু একেবারেই ফ্রিতে এই রান্নার গ্যাস পাবেন না। এক্ষেত্রে অবশ্যই আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এই ফ্রিতে গ্যাস দেওয়ার জন্য সরকার ২,৩১২ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ৮০.৩০ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। এরপর ৫০.৮৭ লক্ষ মহিলাদের রান্নার গ্যাসের রিফিল করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি হবে

বলা যায় যে, এই যোজনার অন্তর্গত ১.৩১ কোটি পরিবারকে এই সুযোগ দেওয়া হয়েছে ৷ এমনকি লোকসভা ভোটের আগে গ্যাসের দাম ১০০ টাকা করে কমানোও হয়েছে। এবার দেখার পালা আগামীদিনে জনসাধারনের কথা ভেবে সরকার আর কি কি পদক্ষেপ গ্রহণ করে।

কিভাবে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের জন্য আবেদন করবেন? (How To Apply For Ujjwala Connection Free LPG Gas Cylinder)

  1. এইজন্য প্রথমেই আপনাকে অফিসিয়াল পোর্টাল pmuy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
  2. এরপর অনলাইন পোর্টাল এ ক্লিক করার পরে উপরে দেওয়া Apply For Ujjwala Connection জন্য আবেদন করতে হবে।
  3. তারপর আপনি ওয়েব পেজ এর নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি।
  4. এরপর আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।
  5. এছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
  6. এরপর নথি যাচাইয়ের পরে আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

অফিসিয়াল পোর্টালClick Here to Apply Free Gas Cylinder