District Hospital Job 2024: ইন্টারভিউর মাধ্যমে জেলা হাসপাতালে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। মানুষ ভগবানের পরেই ডাক্তারকে স্থান দিয়েছে। কেননা একমাত্র ভগবান ছাড়া ডাক্তারই পারেন মানুষকে বাঁচিয়ে তুলতে। আর তাই যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এবার এল মোক্ষম সুযোগ। একেবারে সরকারী হাসপাতালে (Government Hospital) কর্মী নিয়োগ হতে চলেছে।
কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
District Hospital Job 2024
পদের নাম: ল্যাব টেকনিশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা: যেসব প্রাথীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের ডব্লিউবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি/এআইসিটিই দ্বারা স্বীকৃত পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা/গণিত এবং DMLT সহ একটি স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাসের মতো যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা: প্রাথীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এই পদের জন্য প্রাথীদের ১৭০০০ টাকা বেতন দেওয়া হবে।
কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে? (How will candidates be recruited?)
কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথীদের নিযুক্ত করা হবে।
আরও পড়ুন: চালু ANM-GNM ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? রইল বিস্তারিত
কিভাবে আবেদন করবেন? (How to apply District Hospital Job 2024?)
এক্ষেত্রে প্রাথীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটাকেই প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।
*বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click Here to Download PDF |
গুরুত্বপূর্ণ তারিখ:
ইন্টারভিউয়ের তারিখ | ২৮.০৩.২০২৪ |