National Common Mobility Card: করে ফেলুন NCMC কার্ড, KYC ছাড়াই পাবেন ৩০০০ টাকার সুবিধা

Soumen Malakar

National Common Mobility Card: করে ফেলুন NCMC কার্ড, KYC ছাড়াই পাবেন ৩০০০ টাকার সুবিধা! ভারতের মতো দেশে গণপরিবহন ব্যবস্থা কতটা জরুরি তা আশাকরি বলে বোঝানোর নয়। আর তাইতো গণ পরিবহন ব্যবস্থার ডিজিটাল পেমেন্টকে আরও সহজ করে তোলার জন্য NCMC (National Common Mobility Card) কার্ডের নিয়ম শিথিল করেছে। যাতে কীনা ভবিষ্যতে এই কার্ডের ব্যবহার বৃদ্ধি পেতে পারে। আর সেই কারণেই তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া KYC ভেরিফিকেশন ছাড়াই ৩০০০ টাকার লিমিট সহ এই কার্ড ইস্যুর অনুমতি দিয়েছে।

NCMC KYC নিয়ে নতুন নিয়মের কারণ কি? (What is the reason for the new rules on NCMC KYC?)

এই নতুন নিয়মটির ফলে আরও বেশি সংখ্যক মানুষ কার্ডগুলি পেতে ও ব্যবহার করতে উৎসাহ পাবেন। RBI এর নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক এবং প্রিপেইড কোম্পানিগুলি KYC ভেরিফিকেশন ছাড়াই NCMC কার্ড ইস্যু করার অনুমতি পাবে। বিশেষ করে এই সুবিধা মিলবে ট্রানজিট পেমেন্টের জন্য।

আরও পড়ুন: ২ চাকা, ৪ চাকা যেটাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! চালু হল নতুন প্রকল্প

AGS ট্রানজেক্টরের ম্যানেজিং ডিরেক্টর এই বিষয়ে কি জানিয়েছেন? (What did the Managing Director of AGS Transact have to say about this?)

এই বিষয়ে AGS ট্রানজেক্টরের ম্যানেজিং ডিরেক্টর রুবি গোয়েল জানিয়েছেন যে, এই বিষয়টি বাজারে এই ফিল্ডে থাকা খেলোয়াড়দের আকর্ষণ করবে। ইতিমধ্যেই AGS ট্রানজেক্টর RBL ব্যাঙ্কের সঙ্গে ongo ব্যান্ডেড প্রিপেড কার্ডের দ্বারা বেঙ্গালুরুতে NCMC পরিষেবা প্রদান করে।