SBI RTXC Loan: ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিচ্ছে SBI, ঘরে বসে আবেদন করুন

Soumen Malakar

SBI RTXC Loan: এসবিআই হোল্ডারকারীদের জন্য এল বড়সড় সুখবর! ৩৫ লক্ষ টাকার হোম লোন দেবে ব্যাংক। কিভাবে পাবেন জানেন কি? আপনি যদি দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহক হন, তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় এসব সেবা সম্পর্কে তথ্য না থাকার কারণে গ্রাহকরা সেগুলোর সুবিধা নিতে পারেন না।

বাড়িতে বিয়ে হোক বা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হোক বা খরচ নিয়ে প্রায়সময়ই গ্রাহকরা চিন্তা করে থাকেন। তবে, এবার আর করতে হবে না। কেননা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের বিশেষ ধরনের Personal Loan অফার করছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

স্কিমের নাম: SBI-এর ‛রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট’৷

এই ঋণের মাধ্যমে গ্রাহকরা কি সুবিধা পাবেন? (What benefits will customers get through this loan?)

এসবিআই এর তরফ থেকে দেওয়া এই সুবিধার অধীনে অ্যাকাউন্টধারীরা ঘরে বসে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন। এবার আপনি আপনার সুবিধা অনুযায়ী ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তাও আবার কয়েক মিনিটের মধ্যে।

এই স্কিমের সুবিধা কারা পাবেন? (Who will benefit from this scheme?)

এই স্কিমের সুবিধা শুধুমাত্র শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী কর্মচারী এবং প্রতিরক্ষা পরিষেবাগুলিতে কর্মরত গ্রাহকদের জন্য। এই সুবিধার অধীনে, ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণ গ্রহণকারীদের জন্য YONO অ্যাপের সাহায্যে ঋণ পাওয়ার সুবিধা শুরু করেছে।

আরও পড়ুন: আধারে মোবাইল নম্বর লিঙ্ক কিভাবে করবেন? সহজ উপায় জানাল UIDAI

SBI-এর RTXC স্কিম (RTXC Scheme of SBI)

এসবিআই এই YONO অ্যাপের মাধ্যমে একটি বিশেষ ঋণ পরিষেবার ব্যবস্থা করেছে। এই ঋণ বিশেষভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারী এবং প্রতিরক্ষা বেতন প্যাকেজ সহ গ্রাহকদের জন্যই ব্যবস্থা করা। এই এক্সপ্রেস ক্রেডিট লোন পরিষেবার সাহায্যে, আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মিনিটে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।

কি ভাবে আবেদন করতে পারবেন? (How to apply For SBI RTXC Loan?)

আপনি YONO অ্যাপের সাহায্যে দুটি মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারেন। প্রথমটি ডিজিটাল ডকুমেন্ট এক্সিকিউশন অর্থাৎ ডিডিই এবং দ্বিতীয়টি নন ডিডিই।

এই ঋনের বিশেষত্ব কি? (What are the features of this loan?)

  1. এই ঋণের বিশেষত্ব সম্পর্কে বলতে গেলে বলা যায় যে, আপনি সহজেই আপনার মোবাইলে উপস্থিত YONO APP এর সাহায্যে আবেদন করতে পারেন। আধার ওটিপির সাহায্যে ই-সাইন করার সুবিধা।
  2. ই-সাইন করার সুবিধার পাশাপাশি ইমেল এবং এসএমএসের মাধ্যমেও আপনি এই সুবিধা পাবেন।
  3. ঋণ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল। যারফলে আবেদন করা খুবই সহজ।
  4. ঋণ পরিশোধের পদ্ধতি সহজ। অর্থাৎ আপনি সহজেই এই ‛রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট’-এর সুবিধা পেতে পারেন।
  5. YONO অ্যাপের সাহায্যে, আপনাকে ক্রেডিট চেক, যোগ্যতা এবং অন্যান্য নথি যাচাইকরণের মতো কাজের জন্য ব্যাঙ্কে যেতে হবে না।

আরও পড়ুন: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে লক্ষ্মীর ভান্ডার পাবেনা না

কারা আবেদন করতে পারবেন? (Who can apply For SBI RTXC Loan?)

  1. এই ঋণের সাথে কিছু শর্ত যুক্ত রয়েছে। যেমন এটি শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারী এবং প্রতিরক্ষা বেতন প্যাকেজ সহ গ্রাহকরা আবেদন করতে পারবেন।
  2. আবেদনকারীর মাসিক আয় ১৫,০০০ টাকা থেকে ১,০০০০০ টাকা পর্যন্ত হতে হবে।
  3. বেতনের উপর নির্ভর করে, ন্যূনতম ঋণের পরিমাণ ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত হবে।

আপনি চাইলে EMI এর মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন থেকে EMI কেটে নেওয়া হবে। এই ‛রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট’ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে, আপনি SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteClick Here