একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগার হীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর তা দিয়েছেন লক্ষীর ভান্ডারের মাধ্যমে। পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন।
তবে, আগামী মাস থেকেই নাকি সেই টাকা বেড়ে ১০০০ টাকা হবে। তবে, এবার লক্ষীর ভান্ডারের পাশাপাশি আসতে চলেছে নারায়ণ ভান্ডার (WB Narayan Bhandar Scheme)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
নারায়ণ ভান্ডার কি? (What is WB Narayan Bhandar Scheme?)
নারায়ণ ভান্ডারও একটি প্রকল্প। যেখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে এবং সেখানে প্রত্যেক মাসে ২০০০ টাকা করে পাবেন।
Know more about WB Narayan Bhandar Scheme
রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পের অনুকরণে এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে। এই প্রকল্প সারা দেশের তথা এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষেরা এর সুবিধা পেয়ে থাকবে। তবে, হ্যাঁ এই প্রকল্প কোন রাজ্য সরকারের নয় এটি কেন্দ্র সরকারের দ্বারা তৈরি। সামনেই ২০২৪ এর লোকসভা ভোট। আর এই অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকার নতুন নতুন প্রকল্প আনে। আর এটাও তেমনই একটি প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প (WB Narayan Bhandar Scheme)। এটা মনে রাখা জরুরি যে এই প্রকল্পের লক্ষ্য জাতি, ধর্ম বা জাতি নির্বিশেষে সমান আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কবে থেকে এই প্রকল্প চালু হবে? (When will this project be launched WB Narayan Bhandar) ?
নারায়ণ ভান্ডার স্কিমের জন্য আবেদন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেই শুরু হবে। কিন্তু কবে থেকে এই প্রকল্প চালু হবে তা জানা যায়নি।
আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমার পরও ৭৫ টাকা ছাড়! এইভাবে তুলুন ফায়দা
নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য কি কি নথি প্রয়োজন? (What documents are required for WB Narayan Bhandar project?)
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং IFSC কোডের বিবরণ
- জন্ম তারিখ
- স্কুল সার্টিফিকেট
- ঠিকানার প্রমাণ
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
- বিপিএল সার্টিফিকেট
- আবেদনকারীর বৈবাহিক সার্টিফিকেট
কারা নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন? (Who can apply for WB Narayan Bhandar?)
- ভারতের যেকোন রাজ্যের বাসিন্দারা নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স ২৫ বছর হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার কম হতে হবে।
- দরিদ্র ও অভাবীরা আবেদন করতে পারবেন।
- ২৫ বছর বয়সী অবিবাহিত ও বিবাহিত ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন
- শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়েরা (৪০% প্রতিবন্ধী) এই স্কিমে আবেদন করতে পারবেন।