Photomath App: কঠিন অঙ্ক দেখে ভয় নয়! এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার পদ্ধতি জেনে নিলেই হবে বাজিমাত। অংক করতে বাচ্চা থেকে বুড়ো কেই না ভয় পায় বলুন তো দেখি? বেশিরভাগ মানুষই আছেন যারা অংক দেখলে পিছু হাটে। যারফলে তারা যেমন নিজেরা অংক করতে ভয় পায় তেমনই আবার পরবর্তীকালে তাদের সন্তানদেরও অঙ্ক শেখাতে ভয় পায়। এবার সব সমস্যার হল সমাধান। কিন্তু কিভাবে জানেন?
আসলে সম্প্রতি একটি অ্যাপটি বাজারে এসেছে। যেটির নাম ফটোম্যাথ। আর এই অ্যাপটিই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীকে গণিত শিখতে, অনুশীলন করতে এবং বুঝতে সাহায্য করছে। আর যা কিনা সকলের উপকারেও আসছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
ফটোম্যাথ আসলে কি? (What exactly is photomath?)
এই ফটোম্যাথের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটি বলতে হয় তা হল ফটোম্যাথ মূলত কঠিন অঙ্কের সঙ্গে লড়াই করার একটি অস্ত্র। মূলত এটি একটি স্মার্ট ক্যামেরা ক্যালকুলেটর এবং গণিত সহকারী অ্যাপ। যা আপনাকে কেবল একটি ছবি তোলার মাধ্যমে অঙ্কের সমীকরনের সমাধান করতে সাহায্য করবে। আর তাই কঠিন ত্রিকোণমিতি হোক বা কঠিন বীজগণিত সমীকরণ সবকিছুই এই অ্যাপটির মাধ্যমে আপনি ধাপে ধাপে বুঝে সমাধান করতে পারবেন।
আরও পড়ুন: বাড়ি বানানোর জন্য কম সুদে লোন ৩০ লাখ টাকা দিচ্ছে PNB, কিভাবে নেবেন?
কবে ফটোম্যাথ বাজারে আসে? (When Photomath comes to market?)
বলা যায় যে, ২০২২ সালের মে মাসে প্রাথমিক ঘোষণার পর এবং প্রয়োজনীয় কিছু নিয়ন্ত্রক অনুমোদনের পর গুগুল (Google) আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মার্চ মাসে ফটোম্যাথ অ্যাপটি মার্কেটে আনে।
ফটোম্যাথ অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করা যাবে? (Where to download Photomath app?)
ফটোম্যাথ অ্যাপটি (Photomath App) আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
কিভাবে ফটোম্যাথ অ্যাপটি ব্যবহার করবেন? (How to use the PhotoMath app?)
- এক্ষেত্রে প্রথমেই আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের প্লে স্টোর বা iOS ডিভাইসে অ্যাপ স্টোরে যেতে হবে।
- তারপর ‛ফটোম্যাথ অ্যাপটিকে খুঁজে সেটিকে ডাউনলোড করে নিতে হবে।
- এরপর অ্যাপটি খুলে আপনি যে অঙ্কের সমস্যার সমাধান করতে চান ক্যামেরা দিয়ে সেই অঙ্কের ছবি তুলতে হবে। দেখে নিশ্চিত হয়ে নিন যে, পুরো সমীকরণটি ফ্রেমের মধ্যে পরিষ্কারভাবে ক্যাপচার করা হয়েছে।
- তারপর যদি স্ক্যান করা সম্ভব না হয়, তাহলে অঙ্কটিকে ম্যানুয়ালি টাইপ করতে হবে।
- এরপর আপনি অঙ্কটিকে স্ক্যান বা টাইপ করলে ফটোম্যাথ তার কাজ শুরু করে দেবে। এমনকি অঙ্কটি সমাধান করবে।
আরও পড়ুন: ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করুন, সহজ পদ্ধতি দেখুন
এক্ষেত্রে মজার বিষয় হল ফটোম্যাথ বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং ক্যালকুলাস সহ বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারে। অঙ্কের সমস্যাত সমাধানের জন্য ফটোম্যাথ অ্যাপটি সর্বদা বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারীর মধ্যে জনপ্রিয়। ক্রোয়েশিয়াতে ২০২৪ সালে চালু হওয়া ফটোম্যাথ এখন ১০০০ মিলিয়নেরও বেশি মানুষ এটিকে ডাউনলোড করেছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Photomath App | Click To Download |