Income Tax Rules for Wife: স্বামীর কাছ থেকে সংসার খরচ নেওয়ার জন্য আয়কর নোটিশ পেতে পারেন স্ত্রী? এমন খবর সামনে এল

Soumen Malakar

Income Tax Rules for Wife: বর্তমান সময় পুরোটাই অনলাইনের উপর নির্ভরশীল। গুগুল পে থেকে শুরু করে ফোন পে, পেটিএমের মতো অনলাইন অ্যাপ থেকে মানুষজন সহজেই লেনদেন করতে পারছেন। দেখা যায় যে, ছেলে অথবা মেয়ে বাইরে থাকেন তাই বাবা পড়াশোনার জন্য তাদের টাকা পাঠাচ্ছে অথবা স্বামী স্ত্রীকে সংসার খরচের জন্য টাকা পাঠাচ্ছে। এমনকি এমন অনেক ঘটনাই ঘটে। তাহলে কি এই প্রতিটি লেনদেনের উপর আয়কর (Income Tax) সংস্থা নজর রাখছে।

Income Tax Rules for Wife

এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগে যে, তাহলে কি পারিবারিক ও বন্ধুদের সঙ্গে লেনদেনেও আয়কর বিভাগ নজর রেখে নোটিশ পাঠাতে পারে? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিচ্ছে SBI, ঘরে বসে আবেদন করুন

আয়কর বিশেষজ্ঞরা কি জানিয়েছেন? (What do income tax experts say?)

এই বিষয়ে আয়কর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কেউ যদি সংসার খরচ বাবদ টাকা পাঠান, উপহার হিসেবে টাকা পাঠান তাহলে যিনি পাচ্ছেন তাকে কোনো টাকা দিতে হবেনা। এক্ষেত্রে পুরোটাই যিনি প্রেরক তার আয় হিসেবেই বিবেচনা করা হবে। আয়কর বিভাগ থেকে যিনি টাকা পাচ্ছেন তার কাছে কোনো নোটিশ যাবেনা।

কিসের ভিত্তিতে প্রাপকের কাছে নোটিশ যাবে? (On what basis will the notice go to the recipient?)

প্রাপ্ৰক যদি প্রেরকের থেকে পাওয়া অর্থ কোথাও বিনিয়োগ করেন। এমনকি সেই বিনিয়োগ থেকে লাভ পান তাহলে সেই লাভের টাকা আয় হিসেবে ধরা হবে। আর সেই আয়ের উপর কর দিতে হবে। এই যেমন ধরুন স্ত্রী যদি স্বামীর দেওয়া অর্থ FD, SIP, স্টক মার্কেট, সোনা, সম্পত্তি বা অন্য কোনও বিকল্পে বিনিয়োগ করেন, তাহলে তা থেকে স্ত্রীকে কর দিতে হবে।
যা কিনা প্রতি বছরের ভিত্তিতে গণনা করা হয়।

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা! ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নতুন নিয়ম চালু

আয়করের তরফ থেকে কি ছাড় দেওয়া হয়েছে? (What is exempt from income tax?)

আয়করের ধারা অনুযায়ী ২৯৬ এসএস এবং ২৯৬টি-এর আওতায় ২০ হাজার টাকার বেশি নগদ টাকার লেনদেনের ক্ষেত্রে জরিমানা করা হতে পারে। তবে, আত্মীয় পরিজনের ক্ষেত্রে অথবা রক্তের সম্পর্কের ক্ষেত্রে লেনদেন হলে সেক্ষেত্রে কোনোপ্রকার জরিমানা লাগবে না।