India Post Payment Bank Recruitment: হতে হবে গ্রাজুয়েট, আর তাহলেই ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি ব্যাঙ্কে মিলবে চাকরি। কিন্তু কিভাবে? আর কোন ব্যাঙ্কই বা লোক নিচ্ছে জানেন কি? চলুন একনজরে জেনে নেওয়া যাক।
কোন ব্যাঙ্ক এই চাকরির সুযোগ দিচ্ছে? (Which bank is offering this job opportunity?)
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এই চাকরির সুযোগ দিচ্ছে।
পদের নাম: এক্সিকিউটিভ
শূন্যপদের সংখ্যা: ৪৭টি।
আবেদনকারীর বয়সসীমা: এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে, তফশীল জাতি ও উপজাতিরা সরকারি নিয়ম মেনে খানিকটা ছাড় পেতে পারেন।
শিক্ষগত যোগ্যতা: কেবলমাত্র স্নাতক ডিগ্রি প্রাপ্ত প্রাথীরাই আবেদন করতে পারবেন।
আবেদন ফি: এক্ষেত্রে আবেদন ফি রাখা হয়েছে ৭০০ টাকা। তবে, তফসিল জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ১৫০ টাকা।
কিভাবে আবেদন করবেন? (How to apply India Post Payment Bank Recruitment?)
- এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে হলে প্রথমেই আবেদনকারীকে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশানে যেতে হবে।
- এরপর আবদনের লিঙ্কে যেতে হবে। আর সেখানে ক্লিক করলেই ফর্ম খুলে যাবে। তারপর সেটিকে ভালোভাবে সঠিক নথি দিয়ে পূরণ করতে হবে।
- এরপর আবেদন ফি দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাচ্ছে মোদি সরকার, CAA না কি NRC-এর চিঠি? জানুন
কিভাবে নির্বাচন হবে? (How will the selection be made?)
নির্বাচন পদ্ধতি: এক্ষেত্রে কোনো পরীক্ষা হবেনা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রাথীদের বেছে নেওয়া হবে। এছাড়াও থাকবে গ্রুপ ডিসকাশন।
Last Date Of Application | 05/04/2024 |
Official Website | Click Here |