Indian Railways New Rules: কাউন্টারে আর টাকা দিয়ে টিকিট কাটা যাবে না! চালু রেলের নতুন নিয়ম

Soumen Malakar

Indian Railways Rules: রেলের জেনারেল টিকিট কাটা যাবে UPI দিয়ে! শুরু হয়েছে ২০২৪-২০২৫ আর্থিক বছর। আর নতুন বছরের শুরু থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম। যারমধ্যে রয়েছে রেলের নিয়ম। আর এই নিয়মের ফলে কোটি কোটি মানুষের সুবিধা হবে। ডিজিটাল রেল বোর্ডের তরফে ডিজিটাল OR কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে। যারফলে যাত্রীরা UPI এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এমনকি তাদের সময়ও বাঁচবে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

রেলের তরফে কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে? (Why has this action been taken by the railways?)

রেলওয়ে স্টেশনগুলিতে প্রায়ই দেখা যায়, টিকিট কাউন্টারে লম্বা লাইন। যারফলে এই লম্বা লাইনের ঝামেলা থেকে যাত্রীদের স্বস্তি দিতে এমনকি ডিজিটাল ভারতের দিকে আরও একটি পদক্ষেপ নেওয়ার জন্য, রেল এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রেলওয়ে স্টেশনগুলোতে আনরিজার্ভ টিকিট কাউন্টারগুলিতে অনলাইন টিকিটের সুবিধা পাওয়া যাবে। এই পরিষেবা চালু হয়েছে ১লা এপ্রিল থেকে ।

আরও পড়ুন: কলকাতা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি

সাধারণ মানুষের জন্য কি সুরাহা মিলছে? (What is the solution for common people?)

রেলের নেওয়া এই সিদ্ধান্তের জেরে স্টেশনে থাকা টিকিট কাউন্টারে QR কোডের মাধ্যমে টাকা দিতে পারবেন রেল (Railway) যাত্রীরা। Paytm, Google Pay এবং Phone Pay-এর মতো অ্যাপ থেকে UPI পেমেন্ট করে টাকা দেওয়া যেতে পারে। এরফলে সাধারণ মানুষ যেমন, লম্বা লাইনের হাত থেকে রেহাই পাবে, তেমনই আবার খুচরো পয়সার সমস্যাও অনেকটা মিটবে।

আরও পড়ুন: এই দিন ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা, জানাল সরকার!

রেলের ডিজিটাল পেমেন্টের ফলে টিকিট কাউন্টারে জেনারেল টিকিট কিনতে যাওয়া লোকজন অনেকটাই স্বস্তি পাবেন। এতে টিকিট কাউন্টারে থাকা কর্মচারীর নগদ অর্থ মেলাতে যে সময় ব্যয় হয় তা সাশ্রয় হবে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মানুষ কম সময়ে টিকিট পাবে, যা একটি খুবই ভালো একটি বিষয়। কিন্তু কোনো বয়স্ক মানুষদের অনলাইন মাধ্যমে টিকিট না কাটতে পারলে তারা টাকা দিয়েও টিকিট কাটতে পারবেন।