ITR Form 2023-24: আয়কর বিভাগ 2023-24 আর্থিক বছরের জন্য নতুন ফর্ম প্রকাশ করল, সময় থাকতে দেখে নিন

Soumen Malakar

ITR Form 2023-24: আয়কর বিভাগ ITR Form 2023-24 আর্থিক বছরের জন্য নতুন ফর্ম প্রকাশ করল, সময় থাকতে দেখে নিন। আইটি ফাইল নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। এবার আয়কর বিভাগ FY 2023-24 (2024-25 AY) এর জন্য ITR-1 ও ITR-4 অফলাইন ফর্ম প্রকাশ করেছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

কত রকমের আরটিআর ফর্ম  হয়? (How many types RTR forms are there?)

আরটিআর ফর্ম মূলত ৭ রকমের হয়ে থাকে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

ITR-1: এটি ৫০ লাখ টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিদের জন্য। এর মধ্যে বেতন, বাড়ির সম্পত্তি, সুদের আয় এবং কৃষি আয় থেকে ৫০০০ টাকা পর্যন্ত আয় অন্তর্ভুক্ত হয়।

ITR-2,3: এটি কোনো আবাসিক সম্পত্তি থেকে আয় করা লোকেরা ব্যবহার করতে পারে। এরমধ্যে আবার ব্যবসা ও পেশা থেকে আয়ও যুক্ত আছে।

ITR-4: এটি ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত মোট আয় সহ সংস্থাগুলির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ব্যবসা ও পেশা থেকে আয় অন্তর্ভুক্ত হয়।

ITR-5,6,7: এই ফর্মটি 5 এবং 6 সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্ব (LLPs) এবং ব্যবসার জন্য। এছাড়াও এই ফর্মটি ITR-7 ট্রাস্ট দ্বারা ব্যবহার করা যেতে পারে।

আইটিআর ফাইল তৈরি করার পদ্ধতি কী? (What is the procedure to create ITR file?)

প্রথমেই বলে রাখি যে, আয়কর বিভাগ অনলাইন অথবা আংশিক অফলাইন মোডের মাধ্যমে আইটিআর ফাইল করার সুবিধা দেন। মূলত অনলাইনে ITR ফাইল করার সময় প্রয়োজনীয় লেনদেন, করের বিবরণ সহ যাবতীয় কিছু আগে থেকেই পূরণ করা থাকে। আর তাইতো আয়কর বিবরণগুলি ফর্ম-16, ফর্ম-26AS থেকে সংগ্রহ করে জাগিকে ITR এ প্রবেশ করিয়ে দেয়। তারপর শুধুমাত্র ফর্ম সাবমিট করে ভেরিফিকেশন করলেই হয়ে যাবে।

আরও পড়ুন: ২ চাকা, ৪ চাকা যেটাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! চালু হল নতুন প্রকল্প

অফলাইনের জন্য কি ফর্ম আছে? (ITR Form 2023-24?)

JSON পরিষেবা ব্যবহার করে অফলাইনের ফর্মটি পূরণ করা হয়। এর জন্য আপনাকে জেসন ইউটিলিটি ফর্ম ডাউনলোড করতে হবে। এরপরে করদাতাকে আর্থিক বছরের জন্য প্রযোজ্য আয় এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ নিজেই পূরণ করতে হবে।

কিভাবে ডাউনলোড করবেন? (How to download Json utility form?)

  1. এইজন্য প্রথমেই আপনাকে আয়কর বিভাগের পোর্টালে (https://eportal.incometax.gov.in) লগইন করতে হবে।
  2. তারপর আপনাকে ‛File Income Tax Return‘ অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর এখানে JSON ইউটিলিটির একটি লিঙ্ক দেখতে পাওয়া যাবে। এতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official WebsiteClick Here