JHC Clerk Recruitment 2024: ফের সরকারি চাকরির বিজ্ঞপ্তি! জলদি আবেদন করুন। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর।
কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
JHC Clerk Recruitment 2024:
পদের নাম: সহকারী/ ক্লার্ক
শুন্যপদের সংখ্যা: ৪১০জন
বয়সসীমা: সহকারী/ ক্লার্ক পদের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১.১.২০২৪ অনুযায়ী ২১ বছর হতে হবে। তবে, বিভিন্ন বিভাগের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ভিন্ন।অসংরক্ষিত এবং EWS বিভাগের জন্য সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর। BC- I এবং BC-II বিভাগের জন্য, বয়সের ঊর্ধ্ব সীমা হল ৩৭ বছর। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা ৩৮ বছর (UR/EWS/BC-I/BC-II)। SC/ST বিভাগের জন্য (পুরুষ ও মহিলা উভয়ই), সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। আর প্রতিবন্ধী ব্যক্তিরা ১০ বছর এবং প্রাক্তন সৈনিকরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: ঝাড়খণ্ডের হাইকোর্ট ক্লার্ক শূন্যপদগুলির জন্য যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এমনকি এই যোগ্যতার পাশাপাশি কম্পিউটারেও জ্ঞান থাকতে হবে। এমনকি ন্যূনতম 20 w.p.m টাইপিং স্প্রিড প্রয়োজন।
ফর্ম ফিলাপ করতে কত টাকা লাগবে?
ঝাড়খণ্ড হাইকোর্টে ক্লার্ক নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই একটি আবেদন ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে UR/ EWS/ BC-I/ BC-II বিভাগগুলির জন্য 500 টাকা ফি ধার্য্য করা হয়েছে। SC/ST প্রার্থীদের জন্য আবেদনকারীর ফি 125 টাকা ধার্য্য করা হয়েছে।
আরও পড়ুন: ভুলে যান UPI, ATM কার্ড! এবার হাতের তালু দেখালেই হয়ে যাবে পেমেন্ট
কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে? (How will the Candidate be selected?)
ঝাড়খণ্ড হাইকোর্ট ক্লার্ক/অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে হলে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
ঝাড়খণ্ড হাইকোর্ট ক্লার্ক নিয়োগের জন্য কিভাবে আবেদন করবেন? (How to Apply for Jharkhand High Court Clerk Recruitment?)
- প্রথমেই আবেদনকারীকে jharkhandhighcourt.nic.in-এ অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
- এরপর হোমপেজে গিয়ে সাইট লিঙ্ক অপশনে যেতে হবে। তারপর নিয়োগ বিভাগে যেতে হবে।
- তারপর লিঙ্কে ঢুকে সহকারী/ক্লার্ক পদে নিয়োগ অপশনে যান।
- এরপর আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর আবেদন ফি দিয়ে জমা দিলেই আপলোড হয়ে যাবে।
আরও পড়ুন: রাজ্যে জারি কড়া নির্দেশ, ভোট চলাকালীন সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 10.04.2024 |
আবেদন শেষ | 09.05.2024 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click Here To Download PDF |
Official Website | Click Here |