Lakshmir Bhandar April 2024: লক্ষী ভান্ডারের বর্ধিত টাকা কবে পাবেন জানেন? একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগার হীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর তা দিয়েছেন লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) মাধ্যমে।পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন।
Lakshmir Bhandar April 2024
তবে, কিছুদিন আগে প্রকাশিত বাজেটে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, এবার থেকে সকলেই নাকি ১০০০ টাকা হবে। তবে, কবে থেকে সেই টাকা পাবেন জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সবিস্তারে জেনে নেওয়া যাক।
আরও পরুন: উৎকর্ষ বাংলায় PADEO পদে কর্মী নিয়োগ, মাইনে ১১,০০০ টাকা
কবে থেকে লক্ষীর ভান্ডারের টাকা একাউন্টে ঢুকবে? (From when Lakshmir Bhandar’s money will enter the account?)
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানানো হয়েছিল যে, ১ এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে। তবে ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ। আর সেই কারণে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে এক দিন আরও লাগতে চলেছে।
কত টাকা বেশি পাবেন? (How much more money will you get?)
এই প্রকল্পের আওতায় রাজ্যের যেসব মহিলারা ৫০০ টাকা করে পেতেন তারা এবার থেকে ১০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে পেতেন তাঁরা এবার থেকে ১২০০ টাকা করে পাবেন।
আরোও পড়ুন: বর্তমানে যে ৭টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আজই আবেদন করুন
বর্ধিত টাকার জন্য রাজ্যকে কত টাকা বরাদ্দও বাড়াতে হয়েছে? (How much money the state has to allocate for increased money?)
গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচ করা হয়েছিল। আর এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে ২ হাজার ২২৮ কোটি টাকা। এই লক্ষী ভান্ডারের টাকা রাজ্যের দুই কোটির বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে।