Lakshmir Bhandar: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে লক্ষ্মীর ভান্ডার পাবেনা না

Soumen Malakar

Lakshmir Bhandar: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা! কি সেই কাগজ জানেন কি? একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগার হীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর তা দিয়েছেন লক্ষীর ভান্ডারের মাধ্যমে।

মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন।

কবে থেকে লক্ষীর ভান্ডারের টাকা বাড়বে? (Since when Lakshmir Bhandar money will increase?)

আগামী মাস থেকে অর্থাৎ ০১.০৪.২০২৪ থেকে নাকি লক্ষী ভান্ডারের টাকা বেড়ে ১০০০ টাকা করা হবে।

লক্ষীর ভান্ডারের টাকা পেতে কাগজ জমা দিতে হবে? (Lakshmir Bhandar to get the money to submit the paper?)

এক্ষেত্রে প্রত্যেক মহিলাকে ব্যাঙ্কে গিয়ে দেখতে হবে আপনার অ্যাকাউন্ট-এর সাথে EKYC করানো আছে কি না। যদি না করানো থাকে তাহলে অতি শীঘ্রই এই কাজটি সম্পূর্ণ করতে হবে। নাহলে লক্ষির ভাণ্ডারের কোন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না।

লক্ষীর ভান্ডারের জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply for Lakshmir Bhandar?)

পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করা যায়। এবার তবে দেখে নেওয়া যাক লক্ষীর ভান্ডারের জন্য কোন পদ্ধতিতে কী কী ভাবে আবেদন করা যাবে।

অফলাইন(Offline): পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানান জায়গায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। কেউ যদি অফলাইনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে তাকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যেতে হবে। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্পেন থেকে আবেদনকারীকে একটি অ্যাকটিভ ইউনিক নম্বর ফর্ম দেওয়া হবে। আর সেই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় নথি দিয়ে সেই ক্যাম্পেই জমা করতে হবে।

আরও পড়ুন: ২ চাকা, ৪ চাকা যেটাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! চালু হল নতুন প্রকল্প

অনলাইন(Online): এবার আসি অনলাইনের কথায়। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট পরিষেবা থাকা বাধ্যতামূলক। এরজন্য প্রথমেই গুগল ক্রমে লক্ষ্মীর ভাণ্ডার লিখলেই সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটিটি চলে আসবে। আর তারপর পর পর ফর্মটি ফিলআপ করে আবেদনপত্রটি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteClick Here