Lakshmir Bhandar: এই ব্যাঙ্কে টাকা থাকলে ঢুকবে না লক্ষীর ভান্ডারের টাকা! জানেন কি সেটি কোন ব্যাংক? বর্তমানে চলছে ২০২৪ সাল। কিন্তু একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগারহীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর তা দিয়েছেন লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) মাধ্যমে।
মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন। কিন্তু চলতি মাস থেকে সেই টাকা বেড়েছে। যারফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা। চলতি মাসের টাকা ইতিমধ্যেই সকল মহিলাদের একাউন্টে ঢুকেও গেছে। কিন্তু কোন ব্যাঙ্কে একাউন্ট থাকলে লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা ঢুকবে না জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Loan NOC Certificate: লোন পরিশোধের পর চেয়ে নেবেন এই কাগজ, নইলে ভুগতে হতে পারে!
কোন ব্যাংকে Lakshmir Bhandar টাকা ঢুকবে না? এবং কেন?
জানা গেছে Paytm Bank এ লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকার চান্স বেশি রয়েছে আবার নাও ঢুকতে পারে। RBI-এর মতে, Paytm-এর অডিট রিপোর্ট এবং বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে Paytm একেরপর এক নিয়ম লঙ্ঘন করেছে। আর তারপরই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের নিয়ম 35A-এর অধীনে ২৯ ফেব্রুয়ারির পর থেকে গ্রাহকরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এর (Paytm Payments Bank) কোনও ক্রেডিট, লেনদেন, ফাস্ট ট্যাগ ব্যবহার করতে পারছেন না।