LPG Cylinder Price Cut: রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমার পরও আরও ৭৫ টাকা ছাড়! কিভাবে ফায়দা তুলবেন জানেন? আসলে কিছুদিন আগেই ছিল নারীদিবস। আর সেই উপলক্ষেই মোদি সরকার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছে। তবে, আরও ৭৫ টাকা কিভাবে কমাতে পারবেন সেটাই জানাবো। প্রতিদিন সকাল হলেই প্রতিটি বাড়ির রান্নাঘরে যেন দক্ষযজ্ঞ বেধে যায়। কারোর অফিসের খাবার, কারোর স্কুলের টিফিন, কারোর আবার ডায়েটের মেনু তৈরির জন্য হাজার রকমের রকমারি পদ তৈরি করতে হয়। আর এইসব রান্না করতে গেলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হল গ্যাস। সেটা না থাকলে মাথায় যেন বাচ পড়ার মতো অবস্থা। কারোর রান্নাঘরে একটি সিলিন্ডার আবার কারোর রান্নাঘরে (Kitchen) আমরা ডাবল সিলিন্ডার দেখে থাকি।
LPG Cylinder Price Cut
আগেকার দিনে বেশিরভাগ মানুষই উনুনে অথবা স্টোভে রান্না করতো। কিন্তু এখন গরীব থেকে মধ্যবিত্ত হোক বা বড়লোক সব বাড়িতেই LPG গ্যাসের ব্যবহার বেড়েছে। ২০১৬ সালের ১ মে থেকে ২০২৩ সাল অবধি অর্থাৎ এই ৯ বছরে ১৭ কোটিরও বেশি গ্রাহক LPG কানেকশন নিয়েছে। তবে, দিন দিন যেহারে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মাঝে মধ্যে বেশ চিন্তায় পড়ে সাধারণ মানুষ। তবে, রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমার পরও আরও ৭৫ টাকা ছাড় পাওয়া যাবে। কিন্তু কিভাবে জানেন কি?
৭৫ টাকা কিভাবে ছাড় পাবেন? (How to get a discount of 75 rupees?)
আপনার কাছে যদি সিটি ব্যাঙ্কার কার্ড থাকে তাহলেই আপনি সেই কার্ড মারফত ৭৫ টাকা কম করতে পারবেন। এখনকার দিনে বেশিরভাগ মানুষই কার্ড মারফত লেনদেন করে থাকেন। আর তাই তো বাজাজ কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরণের কার্ডের চাহিদা বাড়ছে। আর তেমনই একটি কার্ড হল সিটি ব্যাঙ্কার কার্ড। আর সেই কার্ড ব্যবহার করেই আপনি গ্যাসের দামে ১০০ টাকার পরেও আরও ৭৫টাকা অধিক ছাড় পেতে পারেন।