Madhyamik Result 2024: অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখতে লাগবে এই কাগজ, পড়ুয়ারা জেনে নাও

Soumen Malakar

Madhyamik Result 2024: মাসখানেক হয়েছে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যেই রেজাল্ট বেরোনোর দিনক্ষণ নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল এই মাধ্যমিক পরীক্ষা। সকলেই চায় এই পরীক্ষায় ভালো নম্বর পেতে। আর সেইজন্য সারাবছর জোর কদমে চলে প্রস্তুতি। বিভিন্ন সাজেশন বই থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকার দেওয়া টিপস সবকিছুই যেন এইসময় বেদবাক্য।

Madhyamik Result 2024

চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ১০ দিন পর্যন্ত চলেছিল। আর এই পরীক্ষা শেষ হয়েছিল ১২ জানুয়ারি। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে গিয়েছিল ২ ঘন্টা। প্রতিবছর সকাল ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সেটা শুরু হয়েছিল ৯.৪৫ থেকে। তবে বর্তমানে পরিক্ষার্থীরা সকলেই অপেক্ষা করে আছেন কবে রেজাল্ট প্রকাশিত হবে। প্রতিবারের মতো এবারও অনলাইনে দেখা যাবে রেজাল্ট (Madhyamik Result 2024)। কিন্তু তারজন্য প্রয়োজন জরুরি কিছু নথি। কিন্তু সেগুলি কি চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি হবে

ছাত্র-ছাত্রীরা কিভাবে রেজাল্ট দেখতে পাবেন? (How can students see the results?)

সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, সকাল ১০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে পর্ষদ ফলপ্রকাশ করবে। আর তার ঠিক ২ ঘন্টা পর থেকেই অর্থাৎ বেলা ১২টা থেকে ওয়েবসাইট থেকে পড়ুয়ারা রেজাল্ট দেখতে পাবেন। আর এই একই সময়ে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট সহ সার্টিফিকেট স্কুলগুলিকে বিলি করা হবে।

আর কিভাবে ছাত্র-ছাত্রীরা ফল দেখতে পারবেন? (And how can students see the results?)

wbresults.nic.inwww.exametc.com
www.indiaresults.comwww.results.shiksha
www.schools9.comwww.vidyavision.com
www.fastresult.in

এছাড়াও মাধ্যমিকের রেজাল্ট জানতে পর্ষদ SMS পরিষেবা চালু করেছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা 5676570 নম্বরে SMS পাঠিয়ে রেজাল্ট জানতে পারবে।

আরও পড়ুন: পরীক্ষায় শূন্য পেলেও ফেল নয়! উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে খুশি পড়ুয়ারা

অনলাইনে রেজাল্ট জানতে গেলে কি কি নথি প্রয়োজন? (What documents are required to know the results online?)

এক্ষেত্রে ছাত্র ছাত্রীকে তার জন্ম সাল, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতের কাছে রাখতে হবে।