New Rules For WB Teachers: অবশেষে নড়েচড়ে বসলো শিক্ষা দফতর! স্কুলগুলিতে জারি করা হল একগুচ্ছ নিয়ম। কিন্তু কি সেই নিয়ম জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
বিচারপতি কোন স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন? (Justice went on a surprise visit to which school?)
জলপাইগুড়ির ফনিন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন।
ঘটনাটি কি ঘটেছে? (What happened to the incident?)
গত সপ্তাহে বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ির একটি স্কুলে সারপ্রাইজ ভিজিট দিতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই তিনি দেখতে পান যে, ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন শিক্ষক কামাই করেছেন (New Rules For WB Teachers)। আর তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এমনকি স্কুলের সামনে নর্দমায় ভাত ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখেছেন।
শিক্ষকদের জন্য কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে? (What Is New Rules For WB Teachers?)
ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে কড়াকড়ির কথা জানিয়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে যে, প্রধান শিক্ষকের থেকে অনুমতি না নিয়ে কোনও মাস্টারমশাই কোনওরকম ছুটি নিতে পারবেন না। কী কারণে ছুটি নিচ্ছেন, সেই বিষয়েও কাগজপত্র জমা করতে হবে শিক্ষকদের। এমনকি প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, স্কুলের রেজিস্টার খাতা যেন নিয়মিত আপ টু ডেট রাখা হয়। এছাড়াও স্কুলের পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে দিকেও নজর দেওয়ার কথা বলেছেন।