PM Kisan Yojana 17th Installment: এই সব কৃষকদের ১৭তম কিস্তির টাকা আটকে যেতে পারে, কারণটা সামনে এল

Soumen Malakar

PM Kisan Yojana 17th Installment: ১৭ তম কিস্তিতে আটকে যেতে পারে এইসব কৃষকদের টাকা! কিন্তু তারা কারা জানেন কি? যখনই সরকার একটি স্কিম শুরু করে তখনই তার জন্য একটি যোগ্যতা তালিকা প্রকাশ করে। যে কোনও স্কিম বিশেষত অভাবী, দরিদ্র শ্রেণি বা বিশেষ শ্রেণির জন্য পরিচালিত হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PMKSNY) দিকে তাকালে দেখা যাবে যে, এই যোজনা কৃষকদের জন্য চালানো হয়েছে।

এই যোজনা মারফত প্রতি চার মাসে কৃষকদের ২,০০০ টাকার কিস্তি দেওয়া হয়। একইসঙ্গে এবার ১৭তম কিস্তি PM Kisan Yojana 17th Installment ছাড়ার কথা থাকলেও অনেক কৃষক আছেন যাদের কিস্তি আটকে যেতে পারে। তবে, কাদের কিস্তি আটকে যাবে চলুন একনজরে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্যপদে কর্মী নিয়োগ, পুরুষ ও মহিলা উভয় আবেদন করুন

প্রধানমন্ত্রী কিষান যোজনায় কাদের টাকা আটকে যেতে পারে? (Whose money can be stuck in PM Kisan Yojana 17th Installment?)

  1. আপনি যদি অযোগ্য হওয়ার পরেও ভুলভাবে আবেদন করেন তবে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। যার ফলে আপনি কিস্তি থেকে বঞ্চিত হবেন। আর তাইতো এই প্রকল্পের সঙ্গে ভুলভাবে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।
  2. সেইসব কৃষকদের কিস্তি আটকে যেতে পারে তারা হল যারা এখন পর্যন্ত ই-কেওয়াইসি করেননি বা ভবিষ্যতেও করবেন না। কিস্তির সুবিধা পেতে, কৃষকদের ই-কেওয়াইসি করা দরকার। অন্যথায় কিস্তি আটকে যাবে একথা নিশ্চিত।
  3. যেসব কৃষক জমির বীজ বপন করেননি তাদের কিস্তিও আটকে যেতে পারে। নিয়ম অনুসারে, এই প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক কৃষকের জন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার কিস্তি আটকে না যায়, তাহলে তাড়াতাড়ি এই কাজটি সেরে ফেলুন।
  4. যেসব কৃষকদের আধার কার্ড তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা নেই, আপনি যদি ভুলভাবে আবেদনপত্র পূরণ করে থাকেন তাহলে আপনার দেওয়া আধার নম্বরটি ভুল। আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল ইত্যাদি। তাই এমন পরিস্থিতিতেও আপনি কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন: রোজগার সঙ্গম যোজনা, প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা, কিভাবে নাম লেখাবেন?

তাহলে জেনে গেলেন নিশ্চই কি কি কারণে আপনার পাওয়া টাকা (PM Kisan Yojana 17th Installment) বন্ধ হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে এক্ষুনি টাকা পেতে প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলুন।