PM Sending Letter: হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাচ্ছে মোদি সরকার! তবে, এই চিঠি CAA নাকি NRC– এর জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগে রীতিমতোন যেন নড়েচড়ে বসেছে সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর আসনে রয়েছে নরেন্দ্র মোদি (Narendra Modi)। বর্তমানে তিনি কেন্দ্রস্তরে রাজত্ব করেন। কিন্তু রাজ্যস্তরেও যাতে মোদী বাহিনী আসতে পারে সেই কারণে জোরকদমে চলছে মিটিং ও মিছিল।
তবে, এসবের মাঝেই হঠাৎ করে গ্রাহকদের ফোনে চিঠি পাঠাচ্ছেন মোদী (Modi)। ইতিমধ্যে নিশ্চই আপনার মোবাইলেও এই ধরণের মেসেজ এসেছে? কিন্তু কি সেই মেসেজ তা পরে দেখেছেন কি? তাহলে কি মোদি সরকার CAA ও NRC এর জন্য চিঠি পাঠিয়েছেন ? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক সবিস্তারে।
নরেন্দ্র মোদির পাঠানো চিঠিতে কি লেখা আছে? (What is written in the letter sent by Narendra Modi?)
ওই চিঠিতে লেখা আছে যে, আমার প্রিয় পরিবার আপনাদের এবং আমাদের অংশীদারিত্ব এক দশক পূর্ণ হতে চলেছে। আমার ১৪০ কোটি পরিবারের সদস্যদের বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের এই শক্তিশালী সম্পর্কটি আমার কাছে কতটা বিশেষ তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার পরিবারের সদস্যদের জীবনে এই ১০ বছরে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা আমাদের সরকারের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় সম্পদ। এমনকি দরিদ্র থেকে শুরু করে কৃষক, যুবক ও নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং প্রতিটি নীতি ও প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে তাদের ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ সরকারের আন্তরিক প্রচেষ্টার যে ফলাফল আমাদের সামনে রয়েছে তার জন্য আমরা গর্বিত।
এমনকি ওই চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, আবাস যোজনার মাধ্যমে স্থায়ী ঘর, সকলের জন্য বিদ্যুৎ, জল এবং গ্যাসের যথাযথ ব্যবস্থা, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসা র ব্যবস্থা, কৃষক ভাই-বোনদের আর্থিক সাহায্য, মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে মা ও বোনদের সাহায্যের মতো অনেক প্রচেষ্টা রয়েছে। আপনাদের আস্থা ও বিশ্বাস আমার সাথে ছিল বলেই সফল হতে পেরেছি। এছাড়াও আপনাদের আস্থা ও সমর্থনের কারণেই জিএসটি বাস্তবায়ন, ৩৭০ ধারার বিলুপ্তি, তিন তালাকের নতুন আইন, সংসদে নারীদের জন্য নারী শক্তি বন্দন আইন, নতুন সংসদ ভবন নির্মাণ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হামলার মতো অনেক ঐতিহাসিক এবং বড় কর্মকাণ্ড সম্ভব হয়েছে।
আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমার পরও ৭৫ টাকা ছাড়! এইভাবে তুলুন ফায়দা
আর তাই আগামী দিনেও যাতে প্রধানমন্ত্রী এমনভাবেই কাজ করে যেতে পারেন সেটারই আর্জি জানাচ্ছেন। পাশাপাশি জনগণকে ফিডব্যাক ও সাজেশন দেওয়ার কথাও বলেছেন।