Railway Group-D Recruitment 2024: অনেকেই আছেন যারা কিনা মাধ্যমিক পাশের পর বাড়িতে বসে রয়েছেন। এসব সেসব ছাত্র-ছাত্রীদের জন্য এল বড়সড় সুখবর। ভারতীয় রেলে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় হতে চলেছে, বিপুল পরিমানে কর্মী নিয়োগ। কিভাবে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক।
Railway Group-D Recruitment 2024
পদের নাম: গ্রুপ ডি এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। তার মধ্যে রয়েছে ফিটার, ওয়েল্ডার, ম্যাসিনিস্ট, পেইন্টার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি রেফার ম্যাসিনিক
শুন্যপদের সংখ্যা: ৫৫০টি
Trades |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
Total |
|
বয়সসীমা: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ৩১.০৩.২০২৪ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: রেশনে কার্ডের আর দাম থাকল না, খেলনা হয়ে গেল রেশন কার্ড!
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক পাশ বা এর সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলেই হবে।
আবেদন ফি: আবেদন জানানোর জন্য UR ও OBC প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। আর মহিলা, SC, ST ও PWBD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দেওয়ার দরকার নেই।
কিভাবে আবেদন করবেন? (How to apply For Railway Group-D Recruitment 2024?)
- প্রথমে আপনাকে www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর Registration অপশনে ক্লিক করে ইমেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেবে। ফর্মটি ফিলাপ করে, দরকারি ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে
- তারপর আবেদন ফি জমা দিয়ে আবেদন পত্রটি সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 11.03.2024 |
আবেদন শেষ | 09.04.2024 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Website | Click Here |
Official Notification | Click Here to Download PDF |