Railway Group-D Recruitment 2024: ভারতীয় রেলে group-D পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Soumen Malakar

Railway Group-D Recruitment 2024: অনেকেই আছেন যারা কিনা মাধ্যমিক পাশের পর বাড়িতে বসে রয়েছেন। এসব সেসব ছাত্র-ছাত্রীদের জন্য এল বড়সড় সুখবর। ভারতীয় রেলে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় হতে চলেছে, বিপুল পরিমানে কর্মী নিয়োগ। কিভাবে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক।

Railway Group-D Recruitment 2024

পদের নাম: গ্রুপ ডি এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। তার মধ্যে রয়েছে ফিটার, ওয়েল্ডার, ম্যাসিনিস্ট, পেইন্টার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি রেফার ম্যাসিনিক

শুন্যপদের সংখ্যা: ৫৫০টি

Trades
No Of Seats
URSCSTOBCTotal
Fitter
Welder (G&E)
Machinist
Painter (G)
Carpenter
Electrician
AC& Ref. Mechanic
101301554200
116351762230
0301000105
1003020520
0301000105
3811062075
0802010415
Total
2798341147550

বয়সসীমা: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ৩১.০৩.২০২৪ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: রেশনে কার্ডের আর দাম থাকল না, খেলনা হয়ে গেল রেশন কার্ড!

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক পাশ বা এর সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলেই হবে।

আবেদন ফি: আবেদন জানানোর জন্য UROBC প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। আর মহিলা, SC, STPWBD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দেওয়ার দরকার নেই।

কিভাবে আবেদন করবেন? (How to apply For Railway Group-D Recruitment 2024?)

  1. প্রথমে আপনাকে www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর Registration অপশনে ক্লিক করে ইমেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  3. তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেবে। ফর্মটি ফিলাপ করে, দরকারি ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে
  5. তারপর আবেদন ফি জমা দিয়ে আবেদন পত্রটি সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু11.03.2024
আবেদন শেষ09.04.2024

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official WebsiteClick Here
Official NotificationClick Here to Download PDF