Railways Recruitment 2024: জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর। ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
Railways Recruitment 2024
পদের নাম: টেকনিক্যাল গ্রেড-1 সিগন্যাল, টেকনিক্যাল গ্রেড-3
শুন্যপদের সংখ্যা: ৯,১৪৪টি
শিক্ষাগত যোগ্যতা: এসব পদে আবেদন করতে হলে প্রাথীকে মাধ্যমিক পাশ হতে হবে। এমনকি আইটিআই ট্রেনিংও থাকতে হবে।
আরও পড়ুন: কঠিন অঙ্ক করে দেখাবে এই অ্যাপ, ব্যবহার পদ্ধতি জানুন
বয়সসীমা:
- টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল- প্রাথীদের বয়স সর্বোচ্চ ১৮-৩৬ বছরের মধ্যে হতে হবে।
- টেকনিশিয়ান গ্রেড-৩ – এক্ষেত্রে প্রাথীদের বয়স সর্বোচ্চ ১৮-৩৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
- টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল- এই পদের জন্য প্রাথীদের ২৯,২০০ টাকা বেতন ধার্য্য করা হয়েছে।
- টেকনিশিয়ান গ্রেড-৩- এই পদের জন্য প্রাথীদের ১৯ ,৯০০ টাকা পর্যন্ত বেতন ধার্য্য করা হয়েছে।
কিভাবে প্রাথীদের নিয়োগ করা হবে? (How will candidates be recruited?)
নিয়োগ প্রক্রিয়ার জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
আরও পড়ুন: গরমের ছুটিতে শুধু অবসর নয়! কি প্রজেক্ট হবে? জানাল শিক্ষা দপ্তর
কিভাবে আবেদন করবেন? (How to apply For Railways Recruitment 2024?)
- এক্ষেত্রে প্রাথীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথি দিয়ে তথ্য পূরণ করতে হবে।
- তারপর সাবমিট করে দিলেই ফর্ম ফিলাপ হয়ে যাবে।
* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 09.03.2024 |
আবেদন শেষ | 08.04.2024 |
ভুল সংশোধনের সময়সীমা | 09.04.2024-18.04.2024 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Website | Click Here |
Official Notification | Click Here to Download PDF |