Colour Notes: খেলবো হোলি রং দেব না তাই কখনও হয় এমন বার্তাতেই এদিন রঙে রঙে রঙিন হয়ে ওঠে সকলে। মুখ, দেহ থেকে শুরু করে গাড়ি, বাড়ি এমনকি টাকা-পয়সাও হয়ে ওঠে রঙিন। আর যার রং তোলা এক্কেবারেই সহজ কথা না। এমনকি অনেকসময় দেখা যায় যে, এই রং লাগা নোট দোকানদাররাও কোনোভাবে নিতে চায়না। সেক্ষেত্রে কি করবেন?
সম্প্রতি এই রঙিন নোট নিয়ে কড়াকড়ি সতর্কবার্তা জারি করেছে RBI। কিন্তু সেগুলি কি? সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক।
রঙিন নোটের ক্ষেত্রে কি নিয়ম জারি করেছে আরবিআই? (RBI has issued rules in the case of colored notes?)
রং লেগে যাওয়া নোট (Colour Notes) বেশিরভাগ দোকানদাররাই নিতে চাননা। কিন্তু পেট্রোল পাম্প থেকে শুরু করে সব জায়গাতেই এই রঙিন নোট চালানোর চেষ্টা করা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে নোট গুলিকে সুরক্ষিত রাখা ব্যবহারকারীরই দায়িত্ব। তবে, পাশাপাশি রিজার্ভ ব্যাংক এও বলেছেন যে, দোকানিরা রঙিন নোট নিতে অস্বীকার করতে পারেন না। যদি রঙের কারণে নোটের সিকিউরিটি বৈশিষ্ট্য গুলি প্রভাবিত না হয় তাহলে অনায়াসেই এই নোটগুলি দোকানদার নিতে পারেন।
আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
রঙিন নোট হলে কি করবেন? (What to do if colored notes?)
নোট যদি কোনোভাবে রঙিন হয়ে যায় তাহলে চিন্তা করার কারণ নেই। এক্ষেত্রে সেই ব্যক্তি যেকোন ব্যাঙ্ক মারফত এই নোট বদল করে নিতে পারেন। সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এমনকি সেই ব্যাঙ্কে একাউন্ট থাকাও বাধ্যতামূলক নয়। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি পুরোনো হোক বা ছেঁড়া অথবা বাঁকানো নোটও বদল করে নিতে পারেন।