RBI New Rules: ব্যাঙ্কের শাখা থেকে আর এইভাবে টাকা তোলা যাবেনা! নতুন নিয়ম করল RBI

Soumen Malakar

RBI New Rules: ঘটনাটি আজকের নয়। গ্রামগঞ্জে প্রায়ই শোনা যাচ্ছিল যে, তাদের ব্যাঙ্ক একাউন্ট খালি হয়ে যাচ্ছে। কিন্তু গ্রাহকরা জানিয়েছেন যে, তারা কোনোরকম লিঙ্ক ক্লিক করেনি! তাহলে কিভাবে টাকা উধাও হয়ে যাচ্ছে? এই বিষয়েই তদন্তে নেমেছিল এক জনপ্রিয় মিডিয়া হাউজ। আর অবশেষে হল সত্য উদঘাটন।

RBI New Rules Know In Details

তদন্তে নেমে কি জানা গিয়েছে? (What has been found in the investigation?)

ওই জনপ্রিয় মিডিয়া হাউসের কড়া তদন্তের জেরে উঠে এসেছে যে, কিভাবে প্রতারকরা আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়ে জালিয়াতি করছে। আর তাই এই বিষয়টিকে রুখতে এইপিএস (AEPS) ব্যবস্থা বন্ধের নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation Of India)।

আরও পড়ুন: ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করুন, সহজ পদ্ধতি দেখুন

এই বিষয়ে ব্যাঙ্ক কি জানিয়েছেন? (What has the bank said about this?)

এনপিসিআই এর নির্দেশের পরই এইপিএস ব্যবস্থা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ব্যাংক। এতদিন ধরে সব গ্রাহকদেরই এইপিএস ব্যবস্থা চালু থাকতো। আর যার কারণে আঙুলের ছাপ ব্যবহার করে প্রতারকরা টাকা তুলতো। এবার সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতারকরা আর টাকা তুলতে পারবে না। তবে, কোনো ব্যক্তি যদি আলাদা করে ব্যাঙ্কের এইপিএস ব্যবস্থা চালু রাখতে চান তাহলে তিনি আলাদা করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন: হোলির রঙিন নোট নিয়ে জরুরি বার্তা দিল RBI, টাকা চলবে কি চলবে না?

এই বিষয়ে সৌম্য দত্ত কি জানিয়েছেন? (What did Soumya Dutta say about this?)

এই বিষয়টি নিয়ে ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চের প্রতিনিধি সৌম্য দত্ত বলেছেন যে, গ্রাহকরা আগ্নেয়গিরির উপর বসেছিল। এটি একটি ভালো পদক্ষেপ।