Sarkari Chakrir Khobor 2024: বর্তমানে যে ৭টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আজই আবেদন করুন

Soumen Malakar

Sarkari Chakrir Khobor 2024: প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, সম্প্রতি বেকারদের জন্য রয়েছে বড়সড় সুখবর west bengal job Sarkari Chakrir Khobor 2024। কিন্তু সেই সুখবর কি জানেন কি? চলুন জেনে নেওয়া যাক।

 Sarkari Chakrir Khobor 2024 (West Bengal Job Vacancy)

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সরকারি (govt jobs in kolkata) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। হাতে রয়েছে প্রচুর চাকরির সুযোগ। তবে, কারা আবেদন করতে পারবেন? (job vacancy in kolkata for freshers)আবেদনের শেষ তারিখ কবে জানেন কি? সবটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

1. ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টার (WBP Sub Inspector)

শুন্যপদের সংখ্যা১১৩১টি
শিক্ষাগত যোগ্যতাএই পদে চাকরি করতে হলে প্রাথীকে গ্রাজুয়েশন পাশ হতে হবে।
বয়স১/১/২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা লাগবেএই পদে আবেদন করতে হলে Gen/OBC দের ২৭০ টাকা লাগবে। আর SC/STদের ক্ষেত্রে ২০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখপ্রাথীকে ৭.৪.২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
Official LinkClick Here

আরও পড়ুন: মাসিক বেতন ২৯,২০০ টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি

2. কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর (KP Data Entry Operator)

শুন্যপদের সংখ্যা২২৫টি
শিক্ষাগত যোগ্যতাএই পদে চাকরি করতে হলে প্রাথীকে কম্পিউটার এপ্লিকেশনে গ্রাজুয়েশন পাশ হতে হবে।
বয়সপ্রাথীর বয়স ১.৪.১৯৮৪ থেকে ১.৪.২০০৬ এর মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা লাগবেএক্ষেত্রে আবেদন করতে কোনো টাকা লাগবে না।
আবেদনের শেষ তারিখআবেদনের শেষ তারিখ ৪.৪.২০২৪
Official LinkClick Here

3. পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সত্কার কর্মী (WBMSC Satkar Karmee)

শুন্যপদের সংখ্যা৯টি
শিক্ষাগত যোগ্যতাএক্ষেত্রে প্রাথীকে অন্ততপক্ষে অষ্টমশ্রেণী পাশ হতে হবে।
বয়স১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা লাগবেএই পদে আবেদন করতে হলে Gen/OBC দের ২০০ টাকা লাগবে। আর SC/ST/PWD দের ক্ষেত্রে ৫০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ১৪.৪.২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
Official Link Click Here

4. পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন স্যানিটারি ইন্সপেক্টর (WBMSC Sanitary Inspector)

শূন্যপদ১৯টি
শিক্ষাগত যোগ্যতাএক্ষেত্রে প্রাথীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এমনকি স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা লাগবেএই পদে আবেদন করতে হলে Gen/OBC দের ২০০ টাকা লাগবে। আর SC/ST/PWD দের ক্ষেত্রে ৫০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখআবেদনের শেষ তারিখ ১৯.৪.২০২৪
Official LinkClick Here

5. আইসিডিএস কর্মী (ICDS Helper/worker) মালদা ও উত্তর ২৪ পরগনা দুই জায়গাতেই আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাএক্ষেত্রে কর্মীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সকর্মীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখমালদায় আবেদনের শেষ তারিখ ৩১.৩.২০২৪ এবং উত্তর ২৪ পরগনায় আবেদনের শেষ তারিখ ২.৪.২০২৪
Official Link Click Here

আরও পড়ুন: ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিচ্ছে SBI, ঘরে বসে আবেদন করুন

6. নবদয় বিদ্যালয় সমিতি নন টিচিং স্টাফ (NVS Non Teaching Staff)

শুন্যপদের সংখ্যা১৩৭৭ টি
শিক্ষাগত যোগ্যতাদশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, গ্রাজুয়েশন পাশ সকলেই আবেদন করতে পারবেন।
বয়স১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা লাগবেGeneral দের ক্ষেত্রে ১০০০ টাকা আর OBC দের ক্ষেত্রে ৫০০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ৩০.৪.২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
Official LinkClick Here

7. আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ নন টিচিং স্টাফ (Adyapeath Annada polytechnic college Non Teaching Staff)

পদের নামএলডিসি, স্টোর এসিসটেন্ট, ক্যাশিয়ার, গ্রুপ ডি
শুন্যপদের সংখ্যা১৬টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী ও দশম শ্রেণী পাশ হলেই প্রাথীরা আবেদন করতে পারবেন।
বয়স১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখ২১.৪.২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
Official NoticeClick Here