Server And Dak Peon Recruitment 2024: মাধ্যমিক পাশে (10th pass Govt Job) মিলবে সরকারি চাকরি! বেতনও পাবেন অনেক। জলদি আবেদন করুন। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর।
কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
Server And Dak Peon Recruitment 2024 (10th Pass Job)
পদের নাম: পিওন, অর্ডারলি, ডাকপিওন।
শুন্যপদের সংখ্যা: ৯২টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করলেই হবে।
বয়সসীমা: প্রাথীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে আরও ৫ বছরের ছাড় পাবেন। আর ওবিসি প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন।
এছাড়াও Pwd General প্রাথীরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন। Pwd OBC প্রাথীরা বয়সের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় পাবেন। Pwd SC/ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় পাবেন।
বেতন: এই পদের জন্য প্রাথীদের ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ধার্য্য করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির বড় সুযোগ! আবেদন করুন এই প্রকল্পে
আবেদন করতে কত টাকা লাগবে? (How much will it cost to apply?)
পুরুষ আবেদনকারীর ক্ষেত্রে যারা জেনারেল ও ওবিসি তাদের ১০০ টাকা লাগবে। এছাড়া অন্যান্য আর কোনো ক্যাটাগরি অথবা মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।
কিভাবে আবেদন করবেন? (How To Apply For Server And Peon Recruitment 2024)
- এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আবেদন পত্রটি ওপেন করে সঠিক পদ্ধতিতে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে সাবমিট করতে হবে।
কিভাবে নিয়োগ হবে? (How will recruitment be done?)
প্রথমেই প্রাথীদের মাল্টিপেল চয়েজে প্যাটানে একটি পরীক্ষা নেওয়া হবে। আর সেই পরীক্ষায় যারা পাশ করবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 20.03.2024 |
আবেদন শেষ | 18.04.2024 |
আরও পড়ুন: লোনের কিস্তিতে স্বস্তি! EMI নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল RBI
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click Here To Download PDF |
Official Website | Click Here |
Apply Now | Click Here |