Telecom Services Update: Jio, Airtel ও VI ব্যাবহারকারীরা এই পরিষেবা আর পাবেন না! এপ্রিলের 15 তারিখের পর থেকে

Soumen Malakar

Telecom Services Update: অনলাইন প্রতারণা রুখতে বড়সড় পদক্ষেপের পথে হাঁটলো সরকার! জিও, এয়ারটেল ও ভিআই গ্রাহকদের জন্য এল বড়সড় খবর। ১৫ এপ্রিলের পর থেকে আর এই সুবিধা পাওয়া যাবেনা? কিন্তু কি সেই সুবিধা জানেন কি? বহু বছর ধরে মানুষ এই সুবিধা পেয়ে আসছেন। কিন্তু যারফলে প্রতারণার শিকার হতে হচ্ছে বহু গ্রাহককে। আর এবার সেই নিয়েই বড়সড় পদক্ষেপের পথে হাঁটলো টেলিকম দফতর। চলুন জেনে নেওয়া যাক সেটি কি?

Telecom Services Update

কল ফরওয়াডিং প্রতারণা কিভাবে করা হয়? (How is call forwarding fraud?)

প্রথমে সাইবার অপরাধীরা কাস্টমার সার্ভিস বা টেকনিক্যাল সাপোর্ট স্টাফ হিসাবে কল করেন। তারপর সিম কার্ডে সমস্যার কথা বলেন। এমনকি ভুয়ো দাবি করা হয় এবং তা ঠিক করার জন্য একটি USSD কোড ডায়াল করতে বলা হয়। আর সেই কোডটি হল *401#। যা দিয়ে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট করা হয়। যারফলে ব্যবহারকারীর ফোনে যত কল আসবে তা প্রতারকদের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। এভাবেই জালিয়াতি হয়।

আরও পড়ুন: রোজগার সঙ্গম যোজনা, প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা, কিভাবে নাম লেখাবেন?

কল ফরওয়াডিং প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন? (How to avoid call forwarding fraud?)

কিছু বিষয় রাখলেই এই প্রতারণা থেকে আপনি বাঁচতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি যে, টেলিকম সংস্থা থেকে কখনই আপনাকে *401# ডায়াল করতে বলবে না। ফোনের সেটিংসে গিয়েও কল ফরওয়ার্ডিং বন্ধ করতে পারবেন। টেলিকম দফতরের থেকে স্পষ্টত জানানো হয়েছে, খুব প্রয়োজন হলে তবেই এই কোড ডায়াল করুন। তা না হলে এই কোডটি ডায়াল করবেন না।

আরও পড়ুন: ৫০ নম্বরে পরীক্ষা, অষ্টম শ্রেণী পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, বেতন ১৮০০০ টাকা

এই বিষয়ে সরকার কি জানিয়েছেন? (What has the government said about this?)

দেশের তিন বড় টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে কল ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে (Telecom Services Update) ডিপার্টমেন্ট অফ টেলিকম বা DoT। ১৫ এপ্রিল থেকে কল ফরওয়ার্ডিং ফিচার বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।