WB BSK Job Notice 2024: পড়াশোনা শেষ করে ভালো করে উপার্জন করতে কেই না চায় বলুন তো দেখি? আর এবার তাদের জন্যই এল বড়সড় সুখবর। কোনোরকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রাথীদের দেওয়া হবে চাকরি। কিন্তু এই চাকরি পেতে গেলে কিভাবে আবেদন করবেন? বয়স কত হতে হবে? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেটাই এবার জেনে নেওয়া যাক।
পদের নাম কি? (What is the name of the post?)
এখানে অনেকগুলি পদ রয়েছে। আর সেগুলি হল- General Manager (e-Governance Projects), Dy. Gen Manager (Business Development), Dy. Gen Manager (Projects), Dy. Manager (Finance and Corporate Compliance), Executive (Finance & Accounts), Manager (Projects),Dy. Mgr (Projects), Executive – (Projects), Executive – (Networks)
শুন্যপদের সংখ্যা: ১৬টি
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরি করতে গেলে প্রাথীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/ B.Tech/ MCA বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা: প্রাথীর বয়স ৩৫ বছর থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।
প্রাথীর বেতন কত হবে? (How much will the candidate’s salary be?)
প্রাথীদের যোগ্যতা ও চাকরির পদ অনুযায়ী সরকারি নিয়ম মেনে বেতন দেওয়া হবে।
কোন পোর্টাল থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে? (From which portal has this notification been published?)
www.wtl.co.in/index.php পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply WB BSK Job Notice 2024?)
- এক্ষেত্রে আপনি অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন না। আপনাকে সংস্থার দেওয়া বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্র রয়েছে সেটিকেই প্রিন্ট আউট করে যথাযথ তথ্য অনুসারে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলিকে স্ক্যান করে Pdf ফাইল বানিয়ে career@wtl.co.in ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | 01/03/2024 |
আবেদন শেষ | 15/04/2024 |
প্রয়োজনীয় লিংক:
Official Website | Click Here |
Official Notification | Click Here to Download PDF |