Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের জন্য মিললো বড়সড় সুখবর! ৬টি বড় সুবিধার কথা ঘোষণা করলো সরকার। রাজ্যের সিভিক ভলেন্টিয়াদের নিয়ে নানান সময় নানান কথা উঠেছে। তবে, এবার লোকসভা ভোটের আগে সুখবর শোনালেন মমতা। তবে, তাদের জন্য কি সুখবর মিলছে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
What are the 6 Big Announcements of Civic Volunteers?
- বেতন বৃদ্ধি (salary increase): রাজ্যের বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিভিক ভলেন্টিয়ারদের ১ হাজার টাকা বেতন বৃদ্ধির কথা বলেছিলেন। আর সেই অনুযায়ী নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে সিভিক ভোলেন্টিয়াদের বেতন বেড়ে দাড়িয়েছে ১০ হাজার টাকা। যা তারা এপ্রিল মাস থেকে হাতে পাবেন। এই বেতন বৃদ্ধির ফলে ২ লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন।
- চাকরির নিশ্চয়তা (Job security): সিভিক ভোলেন্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এমনকি এই ৬০ বছরের মধ্যে কোনো সিভিক ভলেন্টিয়ার যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার বাড়ির একজনকে সেই চাকরি দেওয়া হবে।
- বোনাস বৃদ্ধি (bonus increase): ২০২৪ সালের শুরু দিকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছিল। এবার থেকে কলকাতা পুলিশের মতো রাজ্য সরকারের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও ৫৩০০ টাকা করে বোনাস দেওয়া হবে। যা আগে ২০০০ টাকা করে দেওয়া হত
- বদলির সুযোগ (Opportunity for transfer): আসলে রাজ্যের বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারাই হলেন মহিলা। সেক্ষেত্রে বিয়ের পর চাকরির জায়গা নিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়। আর তাই এই সমস্যার সমাধানের জন্য বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি।
- অবসরে আর্থিক সাহায্য (Financial assistance in retirement): আগের ঘোষণা অনুযায়ী সিভিক ভলান্টিয়াররা ৬০ বছরের পর চাকরি ছাড়লে ২-৩ লক্ষ টাকা পাবেন। তবে, এবার রাজ্য সরকার তাদের এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেবেন বলেই জানিয়েছেন।
- সরাসরি পুলিশে চাকরির সুযোগ (Direct job opportunities in police): অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার থেকে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ২০ শতাংশ সিট সংরক্ষণ করা হবে। যারফলে তাদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুনে বেড়ে গেল।
আরও পড়ুন: প্রত্যেক ছাত্র-ছাত্রী পাবে ১ লক্ষ টাকা! এখনই আবেদন করুন