WB College Library Assistant Recruitment 2024: রাজ্যে কলেজে গ্রন্থাগার সহকারী পদে হতে চলেছে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সহজেই। কিন্তু কিভাবে আবেদন করবেন? আর যোগ্যতাই বা কি লাগবে সেসব জানেন কি? চলুন একনজরে সেসব জেনে নেওয়া যাক।
WB College Library Assistant Recruitment 2024
পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি সহকারী, স্টোর সহকারী, ক্যাশিয়ার।
মোট শূন্যপদ: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification WB College Library Assistant Recruitment 2024)
- যেসব প্রাথীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদের একটি স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের মতো যোগ্যতা থাকতে হবে।
- এমনকি কম্পিউটার সমন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। এছাড়াও ১ মিনিটে ২০টি ইংলিশ ওয়ার্ড ও ১০ টি বাংলা টাইপ করার মতো ক্ষমতা থাকতে হবে। এমনকি ৬ মাসের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: ১.১.৩০২৪ অনুযায়ী প্রাথীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: পদ অনুযায়ী প্রাথীদের বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে।
কিভাবে প্রাথীদের নিয়োগ করা হবে? (How will candidates be recruited?)
রাজ্য সরকার কর্তৃক গঠিত ‛নির্বাচন কমিটি’র মাধ্যমে নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন? (How to apply WB College Library Assistant Recruitment 2024?)
১. এক্ষেত্রে প্রাথীদের প্রথমেই www.adyapeathpolytechnic.com ওয়েবসাইটে যেতে হবে।
২. এখানেই আপনারা নিয়োগ সংক্রান্ত যাবতীয় নোটিস পেয়ে যাবেন।
* বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু | ১৬.৩.২০২৪ |
আবেদন শেষ | ২১.৪.২০২৪ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click Here |
Official Website | Click Here |