WB GNM-ANM Form Fill up 2024: চালু ANM-GNM ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? রইল বিস্তারিত

Soumen Malakar

WB GNM-ANM Form Fill up 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষা অর্থাৎ ANM-GNM এর ফর্ম ফিলাপ শুরু হতে চলেছে। কিন্তু কবে থেকে পরীক্ষা শুরু হবে? কিভাবে আবেদন করবেন? এমনকি আবেদন করতেই বা কি লাগবে চলুন একনজরে জেনে নেওয়া যাক।

পদের নাম কি? (What is the name of the post?)

পদের নাম হল GNM-ANM

ক্যাটাগরি ও আবেদন ফি (Application Fees):

যে সকল ছাত্র-ছাত্রীরা ANM ও GNM পরীক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরির কত টাকা আবেদন করতে লাগবে।

ক্যাটাগরিআবেদন ফি
SC/ST/OBC- A/OBC-B/EWS/Orphan৩০০ টাকা
General৪০০ টাকা

কিভাবে আবেদন করবেন? (How to Apply GNM-ANM)

আবেদন পদ্ধতি: প্রাথীরা WBJEE এর ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য কি কি লাগবে? (What is required for the application?)

প্রয়োজনীয় ডকুমেন্ট: ANM ও GNM পরীক্ষায় আবেদন করতে হলে প্রাথীর পাসপোর্ট সাইজ ছবি সহ সিগনেচার এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মার্কশীট প্রয়োজন হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু২১.৩.২০২৪
আবেদন শেষ২১.৪.২০২৪
এডমিট কার্ড দেওয়া হবে৫.৭.২০২৪ থেকে ১৪.৭.২০২৪ এর মধ্যে

কবে থেকে পরীক্ষা শুরু হবে? (When will the GNM-ANM exam start?)

পরীক্ষার সময়: আগামী ১৪.৭.২০২৪ এ পরীক্ষা হবে। যা দুপুর ১২টা থেকে ১.৩০ পর্যন্ত চলবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Official WebsiteClick Here