WB ICDS Recruitment 2024: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

Soumen Malakar

WB ICDS Recruitment 2024: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন। কিন্তু কিভাবে করবেন জানেন কি? কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনের পদ্ধতিই বা কি? এমনকি কিভাবে করবেন? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

WB ICDS Recruitment 2024

পদের নাম: অঙ্গনওয়াড়ি সহায়িকা

কারা আবেদন করতে পারবেন? (Who can apply?)

যেসব মহিলারা তথ্যে উল্লিখিত স্থানের নিকটবর্তী থাকেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

শুন্যপদের সংখ্যা: ১৬টি

বয়সসীমা: যেসব মহিলারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: প্রতি মাসের পারিশ্রমিক হিসেবেই তাদের বেতন প্রদান করা হবে। তবে, তার সঙ্গে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতাও যুক্ত হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেসব প্রাথীরা এইপদের জন্য আবেদন করতে চাইছেন তাদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

আরও পড়ুন: গুগল পে-এর দুর্দান্ত অফার! ৬৫০ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানুন

কিভাবে আবেদন করবেন? (How to apply WB ICDS Recruitment 2024)

  1. এই আবেদন কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই হবে। সেক্ষেত্রে প্রাথীকে প্রথমেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  2. এরপর যথাযথভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  3. তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  4. এরপর নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর তাহলেই আপনার ফর্ম ফিলাপ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু01.03.2024
আবেদন শেষ31.03.2024

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official NotificationClick Here to Download PDF
Official WebsiteClick Here