WB Karmashree Scheme Apply: বেকার যুবক-যুবতীদের জন্য এল চাকরির বড় সুযোগ! কিভাবে আবেদন করবেন? আর প্রকল্পের নামই বা কি জানেন? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর এই প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র চাবিকাঠি হল চাকরি। আর সম্প্রতি বেকারদের জন্য এল তেমনই একটি সুযোগ। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বাজেট পেশের সময় কর্মশ্রী স্কিম নামে একটি প্রকল্প চালু করেছেন।
WB Karmashree Scheme Apply
মূলত এই প্রকল্পর মাধ্যমে রাজ্যের সমস্ত জব কার্ডধারীদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। রাজ্যের জব কার্ডধারীদের ৫০ দিনের কাজ দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন? যোগ্যতাই বা কি লাগবে চলুন একনজরে দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ কর্মশ্রী স্কিম প্রকল্পের সুবিধা (Benefits of West Bengal Karmashree Scheme)
এই প্রকল্প রাজ্যের নাগরিকদের অনেক সুবিধা দেবে। মূলত রাজ্যের জব কার্ডধারীদের ৫০ দিনের কাজ দেবে। যারফলে নাগরিকরা ৫০ দিন বেশি কাজ করে আরও বেশি আয় করতে পারবে।যথারীতি নাগরিকরা বেশি আয় করায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এমনকি
জীবনযাত্রার মান বাড়বে
আরও পড়ুন: রাজ্যে ভোটের দিনগুলি ছুটি ঘোষণা নবান্নের, বেসরকারি কর্মীরা কি ছুটি পাবেন?
পশ্চিমবঙ্গ কর্মশ্রী স্কিম প্রকল্পে কাজ পেতে গেলে কি যোগ্যতা লাগবে? (What qualifications are needed to get a job in the West Bengal Karmashree Scheme?)
১.আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২.আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
৩.আবেদনকারীর অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে।
৪.আবেদনকারীকে অবশ্যই একজন বেকার ব্যক্তি হতে হবে।
কর্মশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজনীয়? (What documents are required to apply for Karmashree scheme?)
- আধার কার্ড
- জব কার্ড
- পাসপোর্ট
- সাইজের ছবি
- মোবাইল নম্বর
- ব্যাংকের কাগজ
- জন্ম সার্টিফিকেট
আরও পড়ুন: এই দিন ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা, জানাল সরকার!
পশ্চিমবঙ্গ কর্মশ্রী স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন? (How to Apply for West Bengal Karmashree Scheme?)
- প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর স্ক্রিনে ওয়েবসাইটের হোমপেজ খুলবে। আর সেখান থেকেই আপনাকে আবেদন করতে হবে।
- এরপর আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Link | Click Here |