WB School Teacher Recruitment 2024: বয়সসীমা ১৮ থেকে ৪০, মাধ্যমিক পাশে রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ

Soumen Malakar

WB School Teacher Recruitment 2024: বয়সসীমা ১৮ থেকে ৪০, মাধ্যমিক পাশে রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ। কিভাবে আবেদন করবেন জানেন কি? জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর। রাজ্যের স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

WB School Teacher Recruitment 2024

পদের নাম: একাউন্টেন্ট গ্রুপ সি, মিউজিক টিচার গ্রুপ-বি, প্রিন্সিপাল গ্রুপ-এ

শিক্ষাগত যোগ্যতা

একাউন্টেন্ট গ্রুপ সি: এক্ষেত্রে আবেদনকারীকে একটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কাউন্সিল কর্তৃক একটি ইনস্টিটিউট থেকে মানসিক প্রতিবন্ধী ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

মিউজিক টিচার গ্রুপ বি: এক্ষেত্রে আবেদনকারীকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এমনকি শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

প্রিন্সিপাল গ্রুপ এ: এক্ষেত্রে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও হিসাববিজ্ঞানের জ্ঞান এবং ৪০ W.P.M দিয়ে টাইপ করার জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন: আধারে জমা দিতে হবে এই দুটি কাগজ, না জানলে সব শেষ!

বয়সসীমা:

  • একাউন্টেন্ট গ্রুপ সি: প্রাথীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • মিউজিক টিচার গ্রুপ বি: প্রাথীদের বয়স সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে।
  • প্রিন্সিপাল গ্রুপ এ: প্রাথীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

  • একাউন্টেন্ট গ্রুপ সি: এই পদের জন্য প্রাথীদের ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন ধার্য্য করা হয়েছে।
  • মিউজিক টিচার গ্রুপ বি: এই পদের জন্য প্রাথীদের ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন ধার্য্য করা হয়েছে।
  • প্রিন্সিপাল গ্রুপ এ: এই পদের জন্য প্রাথীদের ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন ধার্য্য করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন? (How to apply WB School Teacher Recruitment 2024?)

এক্ষেত্রে প্রাথীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটাকেই প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

* বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু05.03.2024
আবেদন শেষ31.03.2024

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official NotificationClick Here to Download PDF