WBCHSE Semester New Rules 2024: প্রতিটি সেমিস্টারেই করতে হবে পাশ! নাহলেই হয়ে যাবে ফেল। উচ্চমাধমিকের প্রতি সেমিস্টারে পাশের গুরুত্ব কি আছে? সেই বিষয়ে জানাল পর্ষদ। চলতি বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সেমিস্টার পদ্ধতি চালু করেছে। এমনকি পড়াশোনার মান উন্নত করতে মূল্যায়নের ক্ষেত্রেও কিছু বদল আসতে পারে। নতুন পদ্ধতি অনুযায়ী এবার থেকে নাকি একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ৪ টি সেমিস্টারে পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। প্রথমে বলা হয়েছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাশ-ফেল কোনো ব্যাপার নয়। তবে, সম্প্রতি সেই নিয়মে এসেছে বদল।
WBCHSE Semester New Rules 2024
পাশ-ফেলের বিষয়ে পর্ষদ কি সিদ্ধান্ত নিয়েছে? (What has the board decided about pass-fail?)
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের বৈঠকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রথম ও তৃতীয় সেমেস্টারের ক্ষেত্রে পাস ফেল থাকবে না। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই সিদ্ধান্তের পূনঃবিবেচনা করার পরামর্শ দেয়। মূলত ছাত্র ছাত্রীদের পড়াশুনার কথা মাথায় রেখেই স্কুল লেভেলে সেমেস্টার নিয়মের চালু করা হয়। আর এই নয়া নিয়মে পাস ফেল প্রথা থাকছে। কোন পরীক্ষার্থী যদি মোট চারটি সেমেস্টারের কোনও একটিতে ফেল করেন তাকে পরবর্তী সেমেস্টারে বসতে দেওয়া হবে না। প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রত্যেকটি সেমেস্টারে নূন্যতম পাস নম্বর পেয়ে পাশ করতে হবে।
আরও পড়ুন: রাজ্যের সমস্ত বিদ্যালয়ে মর্নিং ক্লাস চালু হচ্ছে, কবে থেকে? ও কি কি নিয়ম মানতে হবে?
পরীক্ষায় কত নম্বর পেতে হবে? (How many marks to get in the exam?)
উচ্চ মাধ্যমিকে ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলিতে ৭০ নম্বরে পরীক্ষা হয়। আর যেগুলি ল্যাবরেটরি নির্ভর নয় সেই বিষয়গুলিতে ৮০ নম্বরে পরীক্ষা হয়। ৮০ নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটি সিমেস্টারে ৪০ নম্বর থাকবে। এবং ৭০ নম্বরে বিষয়গুলিতে প্রতিটি সিমেস্টারে ৩৫ নম্বর থাকবে।
উচ্চ মাধ্যমিক সিমেস্টারের আগের নিয়ম কী ছিল? (What was the previous rule of higher secondary semester?)
আগের নিয়ম অনুযায়ী প্রথম সিমেস্টারে বা তৃতীয় সিমেস্টারে কোনো ৪০ এবং ৩৫ নম্বরের মধ্যে কেউ যদি শূন্যও পেত তা হলেও সে দ্বিতীয় ও বা চতুর্থ সিমেস্টারে বসতে পারত। কারণ, দু’টি সিমেস্টার মিলে অর্থাৎ ৮০ বা ৭০ মধ্যে যে পাশ নম্বর সেটা পেলেই সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: বর্তমানে যে ৭টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আজই আবেদন করুন
শিক্ষকেরা কি প্রশ্ন তোলেন? (What questions do teachers ask?)
শিক্ষকেরা প্রশ্ন তোলেন এভাবে পাশ-ফেল না থাকলে প্রথম বা তৃতীয় সিমেস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে। প্রতিটি সিমেস্টারকে সমান গুরুত্ব দেওয়া হোক। প্রতিটি সিমেস্টারে WBCHSE Semester New Rules 2024 একটি নির্দিষ্ট পাশ নম্বর চালু করা হোক।
সংসদের সচিব কি জানিয়েছেন? (What did the secretary of parliament say?)
এই বিষয়ে প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটি সিমেস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পাশ নম্বর রাখা হবে। সেই পাশ নম্বর কত হবে তা আমরা এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেব। এবার দেখার পালা আগামীদিনে কি হয়।