WBP SI Recruitment 2024: রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, শুরু হল আবেদন প্রক্রিয়া

Soumen Malakar

WBP SI Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য মিললো বড়সড় সুখবর! ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কলকাতা পুলিশ (Kolkata Police 2024)এ চাকরির সুযোগ। সাব ইন্সপেক্টর পদে হবে নিয়োগ। যারা পুলিশের এই পদে চাকরি করতে চান কেবলমাত্র তাদের জন্য এই প্রতিবেদনটি। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

পদের নাম কি? (What is the name of the post?)সাব ইন্সপেক্টর
এই পদের জন্য কটি শূন্যপদ রয়েছে? (How many vacancies are there for this post?)রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে মোট ৪৬৪টি পদে নিয়োগ হবে। সাব ইন্সপেক্টর পদে ১০০ জন নারী কর্মী নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর পদে ২০০ জন পুরুষ কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়স সীমা কত হতে হবে?
(What should be the age limit of the applicant?)
প্রার্থীদের বয়স ১ জানুয়ারী, ২০২৪ এর মধ্যে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
আবেদন ফীসাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য ২৭০ টাকা লাগবে। এছাড়াও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য প্রক্রিয়াকরণ হিসেবে ২০ টাকা দিতে হবে।

সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এমনকি বাংলা ভাষায় দক্ষতা প্রয়োজন। এছাড়াও প্রার্থীকে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলার ক্ষমতাও থাকতে হবে।

সাব ইন্সপেক্টর পদে কিভাবে নিয়োগ হবে? (How will recruitment be done?)

নিয়োগ পদ্ধতি: যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। এমনকি আবেদনকারীর শারীরিক সক্ষমতাও থাকতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে রাজ্য পুলিশের এসআই পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of WBP SI Recruitment 2024)

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। ৯ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ৭ এপ্রিল পর্যন্ত চলবে। আপনি চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

Official WebsiteClick Here
Official NotificationClick Here