ফুড এস আই প্রশ্ন (২০২৪) পিডিএফ ডাউনলোড করুন | WBPSC Food SI Question Paper 2024 PDF Download

Soumen Malakar

WBPSC Food SI Question Paper 2024: প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, সম্প্রতি হয়ে গেল WBPSC Food SI পরীক্ষা। লক্ষ লক্ষ পরিক্ষার্থী চাকরি পাওয়ার আশায় এই পরীক্ষা দিয়েছেন।

তবে, অবশেষ কার ভাগ্যের সিকে ছিড়বে সেকথা বলবে সময়ই। কিন্তু তার আগে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই পরীক্ষার বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

কবে কবে Food SI পরীক্ষা হয়েছিল? (When was the Food SI test?)

১৬ মার্চ এবং ১৭ মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা আয়োজিত হয়েছিল।

কটি শিফটে Food SI পরীক্ষা হয়েছিল? (In how many shifts was Food SI test done?)

মোট তিনটি শিফটে পরীক্ষার সময় ধার্য্য করে PSC। সেই মত আজ শনিবার থেকেই শুরু হয়ে যায় খাদ্য দফতরের ফুড SI এর পরীক্ষা।

তিনটি শিফটের সময় কি কি ছিল? (What was the duration of the three shifts?)

প্রথমটি ছিল সকাল সাড়ে নটা থেকে এগারোটা। দ্বিতীয়টি ছিল দুপুর সাড়ে বারোটা থেকে দুটো। আর তৃতীয়টি ছিল বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা।

আরও পড়ুন: রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি হবে

WBPSC Food SI পরীক্ষার প্যাটার্ন কেমন ছিল? (How was WBPSC Food SI Exam Pattern?)

WBPSC Food Sl লিখিত পরীক্ষা মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়েছিল। আর তারজন্য সময় ধার্য্য করা হয়েছিল ৯০ মিনিট। সাধারণ জ্ঞান ও পাটিগণিত সহ বিষয় থেকে অবজেক্টিভ-টাইপ মোডে পরীক্ষা নেওয়া হয়েছিল। রইল WBPSC Food SI Question Paper 2024 PDF.

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official Website Click Here
WBPSC Food SI Question Paper 2024Click Here to Download PDF