WB Election Holidays 2024: আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন। আর তারপরই জোরকদমে শুরু হবে ভোট (Election)। এবার অষ্টদশ লোকসভা নির্বাচন। বর্তমানে প্রতিটি দল জোরকদমে প্রচার চালাচ্ছে। অবশেষে কার মাথায় উঠবে জয়ের মুকুট তা বলবে সময়ই। তবে, ভোটের সময় কোথায় কেমন ছুটি থাকবে চলুন সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক।
WB Election Holidays 2024
কবে কবে ভোট হবে? (When will the vote?)
মূলত বাংলার ৪২টি আসনকে সাত দফায় ভাগ করা হয়েছে। রাজ্যে ভোট হবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। এছাড়া ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হবে ৭ মে। আর সপ্তম দফার ভোটের সঙ্গে ১ জুন উপনির্বাচন হবে বরাহনগর বিধানসভায়।
আরও পড়ুন: ভারতীয় রেলে group-D পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
ছুটি নিয়ে কি বিজ্ঞপ্তি জারি হয়েছে? (Has a notification been issued about the holiday?)
গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি কর্মীদের যাতে কোনোরকম অসুবিধে না হয় এমনকি তাঁরা যাতে বিনা বাধায় ভোট দিতে যেতে পারেন সেই কারণেই এ বার রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। আর তাইতো এবার ভোটের দিন এলাকার সমস্ত দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এমনকি সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। যাতে কোনোপ্রকার সমস্যা না হয় সেই কারণেই রাজ্য সরকার এমনটা নির্দেশিকা জারি করেছেন।
আরও পড়ুন: অ্যাকাউন্টে টাকা রাখলে দিতে হবে কর! নতুন নিয়ম শুনে দিশেহারা গরিব মানুষ
এই বিষয়ে রাজ্য শ্রম দপ্তর কি জানিয়েছেন? (What has the state labor department said about this?)
এই বিষয়ে তারা জানিয়েছেন যে, বিভিন্ন কারখানা এবং চা বাগানে কর্মরত শ্রমিকেরাও ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবে। এছাড়াও যারা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন তাঁরাও ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এমনকি বেসরকারি অফিসগুলোও যাতে কর্মীদের ছুটি দেওয়া হয় সেই বিষয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।