Loan NOC Certificate: ঋণ পরিশোধের পর এই সার্টিফিকেট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, নাহলে আপনাকে পুনরায় আবার ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু সেই কাগজটি কি জানেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা সুন্দর বাড়ি ও গাড়ির স্বপ্ন কেই না দেখে বলুন তো দেখি? তবে, অনেকেই আছে যারা ঋণ নিয়ে নিজেদের শখ পূরণ করেন। কোনো ব্যক্তি যখন ঋণ নেন তার জন্য অনেক ধরনের নথির প্রয়োজন হয়। কিন্তু আপনি জানেন কি ঋণ পরিশোধের পর একটি নথিও রয়েছে। যাকে বলা হয় NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট (Loan NOC Certificate)।
Loan NOC Certificate
কোন ব্যক্তি যখন ঋণের পুরো বকেয়া পরিমাণ পরিশোধ করেন তখন এটি ঋণদাতা দ্বারা জারি করা হয়। কেউ যদি এনওসি না নেয় তাহলে পরে ওই ব্যক্তি সমস্যায় পড়তে পারেন। তবে জানেন কি এই NOC আসলে কি? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: রাজ্যের সমস্ত বিদ্যালয়ে মর্নিং ক্লাস চালু হচ্ছে, কবে থেকে? ও কি কি নিয়ম মানতে হবে?
NOC কি? (What is NOC?)
যখন কোনো ব্যক্তি ঋণের সমস্ত বকেয়া EMI পরিশোধ করেন তখন সেই ব্যক্তিকে একটি NOC (No Objection Certificate) নিতে হবে। এনওসি লেটার হল সেই ব্যক্তির ঋণের সমাপ্তির সময়ে ঋণদাতার কাছ থেকে পাওয়া একটি ছাড়পত্র। যার থেকে বোঝা যায় যে সেই ব্যক্তি ঋণ পরিশোধ করেছেন এবং তাও আবার একটি নির্দিষ্ট তারিখে। এমনকি আর কোনো অর্থ বাকি নেই। কোনো ব্যক্তি যখন NOC পান তার মানে সেই ব্যক্তির ঋণ পরিশোধের চক্র আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: বর্তমানে যে ৭টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আজই আবেদন করুন
NOC না নিলে কী হবে? (What happens if NOC is not taken?)
কোনো ব্যক্তি লোন পরিশোধের পর যদি NOC না নেন, তাহলে তা ওই ব্যক্তির ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে। যারফলে ওই ব্যক্তির অন্য ঋণ নিতে সমস্যার মুখে পরতে হবে। এমনকি NOC (No Objection Certificate) না নিলে আর্থিক ক্ষতিও হতে পারে অর্থাৎ Loan NOC Certificate লেটার না পেলে ওই ব্যক্তিকে আবারও টাকা দিতে বলা হতে পারে। আর সেক্ষেত্রে আপনি যদি আবার ঋণ পরিশোধ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে, কারণ আপনার কাছে ঋণ পরিশোধ করার কোনো প্রমাণ নেই।